ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাঙ্গরের চেয়েও ভয়ানক সেলফি!

প্রকাশিত: ০৫:৫৫, ৪ অক্টোবর ২০১৫

হাঙ্গরের চেয়েও ভয়ানক সেলফি!

বর্তমানে বিশ্বে একটি জনপ্রিয় শব্দ সেলফি। সেলফি তোলা একটি নেশার মতো। যত বিপদই আসুক না কেন, সেলফি তোলা চাই-ই চাই। সেলফিতে বৈচিত্র্য আনতে গিয়ে এ বছর প্রাণ হারিয়েছে ৪০ জনেরও বেশি মানুষ। তাই এটিকে হাঙ্গরের চেয়েও ভয়ানক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অবশ্য এর পেছনে একটি কারণও রয়েছে। তা হলো এ বছর হাঙ্গরের পেটে গিয়ে প্রাণ হারিয়েছে ৮ জন। এবার ভিন্নরকম সেলফি তুলতে রাক্ষুসে মাছের সঙ্গে বরফ পানিতে নেমে পড়লেন সুইডিশ জেলে এরিখ জেনার। নরওয়ের উপকূলে মাছ ধরতে গিয়ে ২২৪ পাউন্ডের একটি হ্যালিবাট ধরা পড়ে এরিখের বরশিতে। কিন্তু তার ছোট্ট নৌকায় সেটি নিয়ে ফিরে আসা সম্ভব ছিল না। মাছটি ধরার পর পরই লেজটি বেঁধে ফেলেন এরিখ। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক বছরে ধরা পড়া হ্যালিবাট মাছের মধ্যে এটির আকার সত্যিই বেশ বড়। এরিখ জানান, ছবি তোলা শেষেই উপকূলে ছেড়ে দেন মাছটিকে। এতবড় মাছ তিনি ধরেছিলেন এমনটি তার বন্ধুরা বিশ্বাস করবেন না বলেই তিনি পানিতে নেমে মাছের সঙ্গে ফটো তোলার কাজটি করেন বলে জানিয়েছেন। -ওয়েবসাইট
×