ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন যাত্রা সংগঠক ফিরোজ শাহ্নেওয়াজ স্বপন

প্রকাশিত: ০৪:৩৯, ৪ অক্টোবর ২০১৫

চলে গেলেন যাত্রা সংগঠক ফিরোজ শাহ্নেওয়াজ স্বপন

সংস্কৃতি ডেস্ক ॥ যাত্রাশিল্প আন্দোলনের অন্যতম নায়ক, বিশিষ্ট সংগঠক, যাত্রাদলের স্বত্বাধিকারী ফিরোজ শাহ্নেওয়াজ স্বপন আর নেই। গত সোমবার ভোর ৫-৩০ মিনিটে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ... রাজিউন)। তার মৃত্যুতে দেশের যাত্রাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ফিরোজ শাহ্নেওয়াজ স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, সাবেক সভাপতি রমজান আলী মিয়া এবং সুলতান সেলিম প্রমুখ। ফিরোজ শাহ্নেওয়াজ স্বপন ছিলেন যাত্রাশিল্পের এক সংগ্রামী পুরুষ। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের রাজপথের আন্দোলনে বহুবার তিনি সক্রিয় অংশ গ্রহণ করেন। গত ১১ জুলাই অনুষ্ঠিত পরিষদের জাতীয় সম্মেলনে তিনি অন্যতম সহ-সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতার কয়েক বছর পর তিনি একাধারে তিনটি যাত্রাদলের মালিক হন। এগুলো হলো- মধুছন্দা যাত্রা ইউনিট, নিউ মধুছন্দা যাত্রা ইউনিট ও পূর্বাশা যাত্রা ইউনিট। বাংলাদেশের নামী-দামী বহু যাত্রাশিল্পী তার দলে অভিনয় করেছেন।
×