ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রবীণ দিবস

সম্পাদক সমীপে

প্রকাশিত: ০৪:০১, ১ অক্টোবর ২০১৫

সম্পাদক সমীপে

সিনিয়র সিটিজেন বোঝা নয় আমাদের সমাজের বৃদ্ধ ব্যক্তিরা অবহেলিত। একজন অশীতিপর বৃদ্ধ চোখে কম দেখে, কানে কম শোনে। বেশিক্ষণ কথা মনে রাখতে পারে না। কিন্তু পিতৃহৃদয় বলে কথা। বৃদ্ধ হলেও তার অন্তরে সতত বাস করে জনকের মুখ। পরিপাটি পোশাক পরিধান করে ঘরের বাইরে যাওয়ার সময় বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, ‘বাবা কোথায় যাচ্ছ এবং কখন ফিরবে?’ ছেলে একটু আগে উত্তর দিয়েছিল কিন্তু বাবা শুনতে বা বুঝতে পারেনি। দ্বিতীয়বার বাবা একই প্রশ্ন করলে ছেলে রাগত স্বরে ধমকের সুরে বলল, ‘বললাম তো কাজে যাচ্ছি।’ বাবা মন খারাপ করলেন এবং ছেলেকে বললেন, বাবা তুমি যখন খুবই ছোট্ট ছিলে তখন জ্যোৎস্না ভরা রাতে তোমাকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে বের হলে তুমি চাঁদকে দেখে বলতে, বাবা এটা কি? আমি বলতাম চাঁদ। আবার দুই এক মিনিট পর পুনরায় জিজ্ঞাসা করলে আমি একই উত্তর দিতাম। কখনও বিরক্ত না হয়ে যতবার জিজ্ঞাসা করতে, ‘আমি ততবার উত্তর দিতাম।’ বাবারে! আজ তোমাকে মাত্র দুইবার জিজ্ঞাসা করেছি আর তাতে তুমি রাগ করছ বা বিরক্ত বোধ করছ। ঠিক আছে আমারই ভুল হয়েছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করা। এই বলে আফসোস করে চোখের পানি ফেলতে লাগলেন। এই সমাজে অকৃতজ্ঞ ছেলেও যেমন আছে আবার কৃতজ্ঞ ছেলেও আছে। আজ ১ অক্টোবর। আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারে এ দিবসের প্রতিপাদ্য হলো ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন।’ ১৯৮২ খ্রিস্টাব্দে সাধারণ পরিষদের (৪০/৮৬ নম্বর সিদ্ধান্ত) প্রবীণ সংক্রান্ত ভিয়েনা আন্তর্জাতিক কর্মপরিকল্পনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই আলোকে ১৯৯০ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ সভার ৪৫/১০৬ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। প্রবীণদের মানবিক ও সম্মানজনক অধিকার সংরক্ষণসহ তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলা দিবসটি পালনের উদ্দেশ্য। জীবনের নিয়মে সব মানুষই এক সময় প্রবীণ অর্থাৎ বুড়ো হয় আর বুড়ো বয়সে শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে সমাজে সংসারে মানুষ নানা রকম সমস্যা বা অসুবিধার সম্মুখীন হয়। আয়ের অভাবে জীবনধারণ করা, নিজের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। পৃথিবীর উন্নত দেশগুলোতে রাষ্ট্র বা সরকার প্রবীণদের জন্য নানা রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করে। আমাদের দেশেও বর্তমানে প্রবীণদের সমস্যা ও তাদের অধিকারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। নাগরিক অধিকারের পাশাপাশি সমাজে প্রবীণদের জন্য কিছু বিশেষ অধিকার থাকে। তবে সবার আগে প্রবীণদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। পরিবারে ও সমাজে তাদের অপ্রয়োজনীয় বা বোঝা হিসেবে গণ্য করার মানসিকতা বদলাতে হবে। আমাদের দেশে সাধারণত ষাটোর্ধ বয়সের মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়। জাতিসংঘ প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়াও জাতিসংঘ প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে প্রতিটি দেশে কাজ করে যাচ্ছে। মোঃ কায়ছার আলী বিরল, দিনাজপুর
×