ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তারিনের ‘সব চরিত্র কাল্পনিক’

প্রকাশিত: ০৩:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০১৫

তারিনের ‘সব চরিত্র কাল্পনিক’

সংস্কৃতি ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন। সম্প্রতি অভিনয়ে তাকে খুব কমই দেখা যায়। তবে ঈদ-উল-আযহার বিশেষ অনুষ্ঠানমালার একাধিক অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এসএটিভির জন্য নির্মিত টেলিফিল্মের গুরুত্বপূর্ন একটি চরিত্রে দেখা যাবে তাকে। এসএটিভিতে আজ বুধবার বেলা ৩টায় ‘সব চরিত্র কাল্পনিক’ নামের ওই টেলিফিল্মটি প্রচার হবে। টেলিফিল্মটি রচনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা ও নাট্যকার বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন মোন্তাসির রিপন। টেলিফিল্মে তারিন ছাড়া আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খানসহ আরও অনেকে। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে আরাফাত সাহেব পেশায় শিক্ষক। দীর্ঘকাল কুমার থাকার পর গত বছরই বিয়ে করেছেন। আরাফাত সাহেব ৫৫ বছর বয়সেই রিটায়ারমেন্টে চলে আসাতে অনেকে মজা করে বলেন, নতুন বউকে সময় দেয়ার জন্যই নাকি তিনি রিটায়ারমেন্টে এসেছেন। মূলত তার কিছু লেখা অর্থাৎ কিছু উপন্যাস শেষ করার জন্যই তিনি এত তারড়াতাড়ি রিটায়ারমেন্টে এসেছেন। প্রতিরাতে তার স্ত্রী কণা ঘুমানোর পরই তিনি লিখতে বসেন। এমনি এক রাতে ঘটে অদ্ভুদ এক ঘটনা। আরাফাত সাহেবের সামনে চলে আসে তার লেখার কাল্পনিক সেই চরিত্র। তিনি এটাকে ভ্রম মনে করলেও এই চরিত্রটি বারবারই আসতে থাকে। এমনকি আরাফাত সাহেব যা যা করেন চরিত্রটি তাই তাই করেন। আরাফাত সাহেব এ বিষয়টি তার স্ত্রী কণাকে সব খুলে বললে কণা বলে, সে তো কিছ্ইু দেখতে পাচ্ছে না। মূলত এই চরিত্রটি কণার প্রেমিক।
×