ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারের চুক্তি

প্রকাশিত: ০৩:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০১৫

চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে ৪৯ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকার একটি চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এ চুক্তির আওতায় কোম্পানিটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালের (এনসিটি) ২ এবং ৩ নম্বর বার্থে কন্টেনার এবং কন্টেনারের পণ্য উঠানো-নামানো করবে। চুক্তিটির মেয়াদ হবে দুই বছর। উল্লেখ্য, কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নবেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। -অর্থনৈতিক রিপোর্টার সাবমেরিন কেবলের লেনদেন বন্ধ আজ রেকর্ড ডেটের কারণে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) লেনদেন বন্ধ থাকবে আজ মঙ্গলবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, কোম্পানিটি গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২৮ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে করে। এছাড়া কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা। কোম্পানিটি আগের বছর অর্থাৎ ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারর প্রতি আয় করে ২ টাকা ৪২ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×