ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কর আদায়ে প্রবৃদ্ধি ২৯৫ শতাংশ

প্রকাশিত: ০৬:২৮, ২৩ সেপ্টেম্বর ২০১৫

বগুড়ায় কর আদায়ে প্রবৃদ্ধি ২৯৫ শতাংশ

বগুড়া কর অঞ্চলে আয়কর মেলায় কর আদায়ে প্রবৃদ্ধির হার ২৯৫ শতাংশ। যা গত চার বছরের তুলনায় সবচেয়ে বেশি। এ বছর সদ্য সমাপ্ত চার দিনের আয়কর মেলায় কর আদায় হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ৫৮৩ টাকা। গত বছর আদায় ছিল ৮৪ লাখ টাকা। কর বিভাগ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, মেলার বড় সাফল্য মানুষের মধ্যে কর প্রদানে গতি এসেছে। বিশেষ করে মেলায় সহজ পদ্ধতিতে ডিজিটালে ই-ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন) খোলায় কর প্রদানকারীদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। এ বছর মেলায় বগুড়া অঞ্চল করের আওতায় শুধু বগুড়া জেলাতেই কর আদায় হয়েছে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। বাকি আদায় অঞ্চলের আওতাভুক্ত এলাকার। উপজেলা পর্যায়ের আয়কর মেলা শেষ হলে এই পরিমাণ আরও বাড়বে। গত বছর মেলায় সেবা গ্রহণ করেছে ৬ হাজার ১১২ জন। এ বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৩৩ জন। -স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস
×