ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি বর্ধিত কোটায় ৫ হাজার হজযাত্রীর ভিসা কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৭:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০১৫

সৌদি বর্ধিত কোটায় ৫ হাজার হজযাত্রীর ভিসা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার ॥ সৌদি সরকারের সর্বশেষ অনুমোদিত বর্ধিত কোটার ৫ হাজার হজযাত্রীর পাসপোর্টের ভিসা লজমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নির্দেশে গঠিত ১০ সদস্যবিশিষ্ট কমিটি হাবের কার্যালয়ে মুয়াল্লেম ফি জমা দেয়া এজেন্সিগুলোর পাসপোর্ট যাচাই-বাছাই করা হচ্ছে। জানা যায়, মঙ্গলবার বিকেলে হাব থেকে আশকোনার হজ অফিসে ১৪শ’ ২৯ জন হজযাত্রীর পাসপোর্ট প্রেরণ করা হয়। সরকারী ব্যবস্থাপনার মাধ্যমেই এসব অপেক্ষমাণ হজযাত্রী হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ বিষয়ে মঙ্গলবার রাতে মক্কার বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ আসাদুজ্জামান জনকণ্ঠকে জানান, গত রাতের মধ্যেই মক্কা-মদিনার ৫ হাজার হজযাত্রীর বাড়িভাড়া সম্পন্ন হবার কথা রয়েছে। মদিনার বাড়ির মালিকের যাবতীয় কাগজপত্র অনলাইনের মাধ্যমে হজ মিশনে পৌঁছেছে। মক্কার বাড়িভাড়ার কার্যক্রমও এগিয়ে চলেছে। হজ অফিসের আইটি বিভাগের কো-অর্ডিনেটর কবির আল-মামুন জানান, নতুন কোটার হজযাত্রীদের পাসপোর্ট ভিসা লজমেন্টের জন্য হাজী ক্যাম্পে জমা হচ্ছে। এসব হজযাত্রীর ভিসা লজমেন্টের কার্যক্রমও দ্রুত গতিতে চলছে।
×