ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন

প্রকাশিত: ০৫:৫২, ১৩ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, বাঙালী সংস্কৃতির একটি ইতিহাস রয়েছে। বাঙালী সংস্কৃতির অধিকাংশ ক্ষেত্রে একটি মানবিক উদারতার আহ্বান রয়েছে। বাঙালী সংস্কৃতি সকল ধর্ম এবং সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে সমৃদ্ধ রয়েছে। সংস্কৃতিতে অনেক প্রকার ভেদ আছে। তবে সেটি এমন নয় একটি সঙ্গে অন্যটিকে বিচ্ছিন্ন করেছে। বাঙালী সংস্কৃতিকে লালন করার জন্য বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে হবে। শুক্রবার সকালে নারয়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জোটের সভাপতি এ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সহ-সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম প্রমুখ। শেষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বাধন ঘোষণা করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে সাংস্কৃতিক জোটের কর্মীরা। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
×