ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহ আবদুল করিমের ষষ্ঠ প্রয়াণ দিবস পালিত

প্রকাশিত: ০৫:৫১, ১৩ সেপ্টেম্বর ২০১৫

শাহ আবদুল করিমের ষষ্ঠ প্রয়াণ দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা সুনামগঞ্জ ॥ বাউল সম্রাটের ষষ্ঠ মহাপ্রয়াণ দিবস শনিবার পারিবারিকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে তার নিজ বসতভিটায় আলোচনা সভা, মিলাদ মাহফিল তাবারক বিতরণ করা হয়। এছাড়া রাতভর ভক্তদের ভক্তিমূলক ও করিমগীতি পরিবেশিত হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তার ভক্তরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ আবদুল করিমের বিত্তের কোন মোহ ছিল না। তার কাছে চিত্তের সুখ ও ধ্যানজ্ঞান ছিল গান। তার গান দিয়ে জয় করেছেন সকল বাঙালীর মন এমনকি দেশের বাইরে ভাষান্তরিত করে এখন গাওয়া হচ্ছে তার জনপ্রিয় সব গান। তার জীবদ্দশার শেষ দিনগুলোতে তিনি এই একাডেমির ভক্তদের বিদ্যালয়টির হাল ধরার অনুরোধ জানান। বাউল ভক্ত শিষ্যরা তার কালজয়ী সৃষ্টি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আবারও ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সঙ্গীতালয় চালুর দাবি জানিয়েছেন। আবদুল করিমের মৃত্যুর ছয় বছর পার হলেও সঙ্গীত বিদ্যালয়টি চালুর কোন উদ্যোগ নেয়া হয়নি। বিভিন্ন সেলফোন কোম্পানি রিংটোন, বিভিন্ন শিল্পী তার গান গেয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে। অথচ তার পরিবার একটি টাকাও রয়েলিটি পাচ্ছে না। এ প্রসঙ্গে বাউল সম্রাটের একমাত্র সন্তান শাহ-নুর জালাল বলেন, আমার বাবার সামান্য এই স্বপ্নটি আজও অধরা রয়ে গেল।
×