ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশেই পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদন

প্রকাশিত: ০৫:১৮, ১৩ সেপ্টেম্বর ২০১৫

দেশেই পলিস্টার স্ট্যাপল ফাইবার উৎপাদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্পিনিং মিলগুলোতে ব্যবহারের জন্য দেশেই পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) উৎপাদন করবে দেশবন্ধু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু ফাইবার লিমিটেড। যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান কেমটেক্স, ইউএসএ এর সঙ্গে যৌথ উদ্যোগে এ কারখানা স্থাপন করা হবে। ১ হাজার কোটি টাকা যৌথ বিনিয়োগে দেশে প্রথমবারের মতো এ ধরনের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশবন্ধু গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান এবং কেমটেক্স, ইউএসএ এর পক্ষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সিন মা চুক্তিতে স্বাক্ষর করেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, কেমটেক্স, ইউএসএ-এর প্রেসিডেন্ট সিন মা, ভাইস প্রেসিডেন্ট অজয় দাস পুত্রি প্রমুখ উপস্থিত ছিলেন।
×