ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জা না - অ জা না

প্রকাশিত: ০৬:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৫

জা না - অ জা না

চাঁদের পাথর গবেষণা করে দেখা গেছে, চাঁদের বয়স ৪.৬ বিলিয়ন বছর, অর্থাৎ পৃথিবীর সমান বয়সী। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে দেড় সেকেন্ড। ১৯৬৯ সালের ২০ জুলাই নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পদার্পণ করেন বাম পা ফেলে। প্রায় বায়ুশূন্য হওয়ার কারণে এই পদচিহ্নটি টিকে থাকবে ১০ মিলিয়ন বছর! পৃথিবী চাঁদের তুলনায় চারগুণ বড়। চাঁদের চারপাশে একবার ঘুরে আসার সময় আর নিউইয়র্ক থেকে লন্ডনে যাওয়ার সময় একই। ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরো আশ্চর্য হয়ে উদ্ঘাটিত করে যে, পৃথিবীর ১৩ শতাংশ মানুষ বিশ্বাস করে চাঁদের কিছু অংশ আসলে পনির দিয়ে গঠিত। পূর্ণিমার সময়েও চাঁদের যেসব অংশ অন্ধকার দেখায় তাদের বলা হয় ‘মারিয়া’। প্রাচীন জ্যোতির্বিদরা সেসব অংশকে নাম দিয়েছিলেন ‘সাগর’। তারা মনে করতেন সেখানে জলে পরিপূর্ণ! কাঠবিড়ালি আট-নয় বছর পর্যন্ত বাঁচে। ফড়িং এর কান থাকে হাঁটুতে। ডলফিন একচোখ খোলা রেখে ঘুমায়। উটপাখির পাখা থাকলেও এরা উড়তে পারে না। সিয়াম আরেফিন গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ, ৯ম শ্রেণী
×