ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের নামে চাঁদাবাজি

প্রকাশিত: ০৫:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৫

যশোরে নিষিদ্ধ  চরমপন্থী দলের  নামে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। গত কয়েক দিনে সাত জনের কাছে এমন চাঁদা দাবি করা হয়। না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়ায় ইতোমধ্যে পলাশ নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে তাদের দাবিকৃত ৩৫ হাজার টাকা পরিশোধও করেছেন। জানা গেছে, কয়েক মাস ধরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে কখনও মুহিত, কখনও বাবু আবার কখনও মিলন নামে বিভিন্ন মানুষের কাছে চাঁদা চাওয়া হচ্ছে। তিন দিন আগে শহরের আরবপুর মোড়ের হাতেম আলী বিশ্বাসের ছেলে সাইফুজ্জামান শামীমের কাছে মুহিত নামে ০১৯৪১১৪৪৮৯২ নম্বর থেকে মোবাইল ফোন করে। পার্টির একাধিক কর্মী ভারতীয় বিএসএফের গুলিতে আহত হয়েছেন দাবি করে সাইফুজ্জামানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একই নম্বর দিয়ে দড়াটানা হাসপাতালের অন্যতম পরিচালক পলাশের কাছে মিলন নামে চাঁদা দাবি করা হয়।
×