ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে চাকরি প্রার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৫

সৈয়দপুরে চাকরি  প্রার্থীদের সড়ক  অবরোধ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে শুক্রবার সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জেএসডিও) নামে একটি বেসরকারী সংস্থার চাকরির ইন্টারভিউ দিতে এসে সংশ্লিষ্টদের দেখা না পাওয়ায় প্রার্থীরা একঘণ্টা সড়ক অবরোধ করে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংস্থাটি জোনাল ম্যানেজার, সহকারী জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, সহকারী এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, ফিল্ড অফিসার ও সহকারী ফিল্ড অফিসারসহ বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে প্রচারণা করেছিল। এতে বেকার চাকরি প্রার্থীরা জেএসডিও সংস্থার হাউস নং-১৮ রোড-২ ব্লক-বি, সেকশন-৬ মিরপুর-২ ঢাকা ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করেন। আবেদনকারীদের শুক্রবার সকাল ৯টায় পরীক্ষার স্থান নির্ধারণ করে পত্র দেয়া হয় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। প্রার্থীরা এসে দেখেন সংস্থার কোন লোকই নেই। এ অবস্থায় তারা প্রতিবাদ এবং সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুর সড়ক অবরোধ করে রাখে। বক্তারা বলেন, ওই সংস্থাটি চাকরির বিজ্ঞপ্তিতে পরীক্ষা ফি বাবদ প্রত্যেকের কাছে পদ অনুযায়ী ১০০ থেকে ১৫০ টাকা গ্রহণ করেছে।
×