ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে ইউপি সদস্যের কান্ড

প্রকাশিত: ০৫:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৫

বরিশালে ইউপি সদস্যের কান্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে রাতের আঁধারে অন্যের জমির রোপিত গাছের চারা ভেঙ্গে ফেলেছে ইউপি সদস্য। শুক্রবার সকালে প্রতিপক্ষের লোকজন গাছের চারা ভেঙ্গেছে বলে ইউপি সদস্য এলাকায় রটিয়ে দেয়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের। জানা গেছে, ওই গ্রামের হরিমোহন ম-ল ও তার ভাই মরন ম-লের সাথে জমিজমা নিয়ে একই বাড়ির আনন্দ বালা, প্রেমচাঁদ বালা, বলরাম ও যুধিষ্ঠির বালার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে হরিমোহন ম-লের পুত্র ইউপি সদস্য হরশিত ম-ল অতিসম্প্রতি প্রতিপক্ষের লোকজনকে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে আনন্দ বালা ও তার ওয়ারিশদের বাড়ির পার্শ্বের কাদের সরদারের জমির ১০/১২টি গাছের চাড়া ভেঙ্গে ফেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ইউপি সদস্য হরশিত ম-ল গাছের চাড়া ভাঙ্গার জন্য তার প্রতিপক্ষ বালা বংশের লোকজনদের দায়ী করেন। স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ প্রিয়লাল ম-ল, লিটন চন্দ্রসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজনকে হুমকি দেয়ার জের ধরেই ইউপি সদস্য হরশিত ম-ল প্রতিপক্ষকে ফাঁসাতে রাতের আঁধারে গাছের চারা ভেঙ্গে ফেলেছেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য হরশিত ম-লের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
×