ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়কে বড় বড় গর্ত ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৫:৫২, ১২ সেপ্টেম্বর ২০১৫

সড়কে বড় বড় গর্ত ॥ চরম ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সড়কগুলো বেহাল দশা। বড় বড় গর্ত ও ভাঙ্গাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীসাধারণ থেকে শুরু করে পথচারীরাও। শুধু তাই নয়, সড়কে যানবাহন বিকল হয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহনের মালিকরাও। ভুলতা-মুড়াপাড়া সড়ক, ডেমড়া-কালীগঞ্জ সড়ক, ইছাখালী-নগরপাড়া সড়ক, কায়েতপাড়া-কামশাইর, কাঞ্চন-পুবেরগাঁও, মায়ারবাড়ি-আতলাপুর, আতলাপুর-চারিতালুক, সাওঘাট-ডহরগাঁও, গোলাকান্দাইল-বালিয়াপাড়া, গন্ধর্বপুর-সাইনবোর্ড-বড়মসজিদ ও ফকিরবাড়ি-শীতলক্ষ্যা নদীরপাড় সড়কসহ বেশ কয়েকটি সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। টানা বৃষ্টির কারণে সড়কগুলোর অধিকাংশ অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে পুরো সড়কই ভেঙ্গে গেছে। সড়কের দু’পাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। নিয়মনীতি তোয়াক্কা না করে কোন স্থানে বড় বড় বিল্ডিং গড়ে তোলা হয়েছে। গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকানপাট। ফলে এটিও যানজটের আরেকটা কারণ। এসব অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি, সরকারদলীয় নেতাকর্মী ও প্রভাশালী মহল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, ভুলতা-মুড়াপাড়া সড়কের দু’পাশে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফাঁকা জায়গাগুলোতে হয়ত আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। সেক্ষেত্রে সড়কটি সংস্কার ও প্রশস্ত করা প্রয়োজন। তবে সংস্কার কাজ চলমান প্রক্রিয়া কিন্তু প্রশস্তের ক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে হবে। আমরা সড়কটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করব। উপজেলা প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, এলজিইডির আওতায় যে সড়কগুলো রয়েছে সেগুলোর সংস্কার কাজের বরাদ্দ দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।
×