ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যা ও বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে সবজির আইটেম কম

প্রকাশিত: ০৫:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৫

বন্যা ও বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে সবজির আইটেম কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বন্যা ও ভারি বৃষ্টিপাতের প্রভাবে কাঁচাবাজারে সবজির আইটেম কমে গেছে। হাতেগোনা কয়েকটি সবজির ওপর নির্ভর করতে হচ্ছে ভোক্তাদের। এ কারণে দাম বেড়ে আর কমছে না কোন সবজির দাম। এ সময় বাজারে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগমসহ বিভিন্ন ধরনের সবজি থাকার কথা। বন্যা ও বৃষ্টিপাতের কারণে এসব সবজি বাজারে আসছে না। দু’একটি যা আসছে সেগুলোর দাম অনেক বেশি। তিনি বলেন, শীতকালীন সবজি বাজারে না আসা পর্যন্ত আপাতত দাম কমার কোন সম্ভাবনা নেই। তবে এ সপ্তায় কাঁচামরিচের ঝাল কিছুটা কমেছে। প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। গত সপ্তায় ২৫০ টাকা পর্যন্ত উঠেছিল মরিচের দাম। বাজারে পাওয়া যাচ্ছে ঢেঁড়স, কাঁচকলা, কচুমুখী (গাটি), আলু, পটোল, বেগুন ও বরবটিসহ কয়েকটি সবজি। প্রতিবছর ভাদ্র-আশ্বিন মাসের এই সময়টাতে আগাম শীতকালীন সবজিতে বাজার ভরপুর থাকে। কিন্তু এ বছর বন্যায় সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শীতকালীন সবজি চোখে পড়ছে না। রাজধানীর কোন কোন বাজারে দু’একটি শীতকালীন সবজি পাওয়া গেলেও তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। অভিজাত ক্রেতাদের মার্কেট হিসেবে পরিচিত নিউমার্কেটের কাঁচাবাজারে পাওয়া যাচ্ছে শিম, প্রতিকেজি বিক্রি হচ্ছে ২শ’ থেকে আড়াইশ’ টাকায়। কাপ্তান বাজারে ক্যাপসিকাম সাইজের ফুলকপি ও বাঁধাকপি পাওয়া গেল। প্রতিপিস বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। সাধারণ ক্রেতাদের ভরসা এখন গোল আলু। বাজারে প্রতিকেজি আলু পাওয়া যাচ্ছে ২২-২৫ টাকায়। এছাড়া অন্যসব সবজি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০-৮০ টাকায়। এ প্রসঙ্গে জানতে চাইলে কাওরান বাজারের সবজির পাইকারি বিক্রেতা মোঃ জসিম জনকণ্ঠকে বলেন, বন্যায় ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে সবজির আইটেম কমে গেছে। পর্যাপ্ত পরিমাণে আছে আলু। তাই চাহিদা বাড়লেও আলুর দাম বাড়ছে না। তিনি বলেন, এ সময়টাতে শীতকালীন সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু এ বছর ব্যতিক্রম। এখন বাজারে অনেক সবজির দেখা মিলছে না। বাজারে এই সময় মুলা শাক, পালং শাক, ডাঁটা শাক, লাল শাক পর্যাপ্ত পরিমাণে থাকার কথা। কিন্তু বাজারে খোঁজ করলে এখন আর এগুলো পাওয়া যায় না। কিছু পুঁইশাক ও লাল শাক আসছে তাও নিম্নমানের। সাপ্তাহিক বাজার দর ॥ শুক্রবার রাজধানীর মালিবাগ, ফকিরাপুল, কাপ্তান বাজার, নিউমার্কেট এবং মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা গেছে, সবজির দামই চড়া। এছাড়া চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা ও পেঁয়াজ এখনও আগের দামে বিক্রি হচ্ছে।
×