ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম রুটে ৭০ কিমি যানজট, দিনভর ভোগান্তি

প্রকাশিত: ০৫:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৫

ঢাকা-চট্টগ্রাম রুটে ৭০ কিমি যানজট, দিনভর ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ সেপ্টেম্বর ॥ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৭০ কিমি এলাকায় শুক্রবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চৌদ্দগ্রাম থেকে চান্দিনা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে ফলে দুর্ভোগ বাড়ে যাত্রী সাধারণের। চৌদ্দগ্রামের দৌলবাড়ি ও সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় পৃথক দুটি দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দিনভর যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। ফেনী থেকে আসা কাভার্ডভ্যানের চালক তফাজ্জল হোসেন তফু জানান, সকাল ৭টায় ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়ে বেলা সোয়া ১১টায় তিনি কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকায় এসে পৌঁছেছেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের যাত্রী ইমরান হোসেন জানান, সকাল সোয়া ৯টায় তিনি মহাসড়কের নিমসার এলাকা থেকে ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোডে পৌঁছেছেন। হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম বিকেল সাড়ে ৫টার দিকে জানান, মহাসড়কের চৌদ্দগ্রামের দৌলবাড়ি ও সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় পৃথক দুটি দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশের চেষ্টায় যানজট স্বাভাবিক হয়।
×