ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

থ্রিডি প্রিটারে রোবটিক হাত

প্রকাশিত: ০৮:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৫

থ্রিডি প্রিটারে রোবটিক হাত

থ্রিডি প্রিটার দিয়ে এখন রোবটিক হাতও তৈরি হচ্ছে! এক প্রতিযোগিতার অংশ হিসেবে যুক্তরাজ্যের জোল জিবাড তৈরি করেছেন হাতটি। তৈরিতে সময় ও খরচ দুটোই লেগেছে কম। প্রচলিত পদ্ধতিতে এ ধরনের একটি রোবটিক হাত তৈরিতে যেখানে খরচ হয় ৬০ হাজার পাউন্ড, সেখানে এটির জন্য হয়েছে মাত্র দুই হাজার। আর সময় লেগেছে মাত্র ৪০ ঘণ্টা। সূত্র : ইন্টারনেট
×