ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আলোর তরঙ্গ শোনার প্রযুক্তি

প্রকাশিত: ০৮:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৫

আলোর তরঙ্গ শোনার প্রযুক্তি

একজন আধা মানুষ (সাইবর্গ) আর আরেকজন রোবট ডেস্ক ল্যাম্প। সম্প্রতি অস্ট্রেলিয়ায় হয়ে যাওয়া ভবিষ্যতের প্রযুক্তির মেলা ‘রোবটরনিকা’য় হঠাৎ করে দেখা হয়ে গেল এই দুজনের। নিল হার্বিসনের মস্তিষ্কের সঙ্গে ইন্টারনেট সংযুক্ত একটি এ্যান্টিনা যুক্ত আছে, যা দিয়ে তিনি আলোর তরঙ্গ শুনতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিল আলো দেখেন না, আলো শুনতে পারেন। আর ‘পিনোকিও’ নামের টেবিল ল্যাম্পটির আছে নিজস্ব ব্যক্তিত্ব। তবে সাক্ষাতে এই দুজনের কী কথা হলো, তা কিন্তু জানা যায়নি। সূত্র : ডেইলি মেইল
×