ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে গৃহবধূ হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৫

না’গঞ্জে গৃহবধূ হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১০ সেপ্টেম্বর ॥ আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিঁয়াজী শহিদুল আলম চৌধুরী এ আদেশ দেন। দ-প্রাপ্তরা হলেন নূরে আলম, সোহেল ও সাব মিয়া। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর হাবিবুর রহমান এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল আড়াইহাজারে গৃহবধূ মাসুমা আক্তার বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে দোকানদার নূরে আলম, সোহেল ও সাব মিয়া দোকান বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মাসুমা চিৎকার দিলে আসামিরা মাসুমার গলা ও মুখ চেপে হত্যার পর বস্তা দিয়ে প্যাঁচিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে নূরে আলমকে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
×