ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিস্কুট খেয়ে আট ছাত্রী অসুস্থ

প্রকাশিত: ০৫:৩৪, ১১ সেপ্টেম্বর ২০১৫

সাতক্ষীরায় বিস্কুট খেয়ে আট ছাত্রী অসুস্থ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বান্ধবীর বাড়ি থেকে নিয়ে আসা বিস্কুট খেয়ে করিমা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আট ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলোÑ সাদিয়া আফরিন, রুমানা জাহান, আঁখি, রেশমা খাতুন, শিমু সুলতানা, নুরজাহান আক্তার শান্তা ও সুমাইয়া পারভীন মিম। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম বলেন, মিম নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বাড়ি থেকে মিল্ক প্লাস বিস্কুট নিয়ে আসে। ওই বিস্কুট খেয়ে সেসহ তার আট সহপাঠী অসুস্থ হয়ে পড়ে। তিনি আরও জানান, সম্ভবত বিস্কুটগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার নাজনীন সুলতানা জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তারা আশঙ্কামুক্ত।
×