ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোটরবাইক ফেলে দেয়ার অভিযোগে ভালুকায় ৬ বছরের শিশুকে নির্যাতন

প্রকাশিত: ০৫:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৫

মোটরবাইক ফেলে দেয়ার অভিযোগে ভালুকায় ৬ বছরের শিশুকে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১০ সেপ্টেম্বর ॥ ভালুকায় মোটরসাইকেল ফেলে দেয়ার অভিযোগে মোঃ আব্দুল আহাদ (৬) নামে প্রথম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। আহত শিশুকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার হবিরবাড়ির নুন্দিপাড়ায়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি নুন্দিপাড়া চেচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র পাশের গফরগাঁও উপজেলার গোলাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের শিশু ছেলে মোঃ আব্দুল আহাদ বুধবার বিকেলে স্কুল ছুটির পর প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এ সময় রাস্তার পাশে দাঁড় করানো একই ইউনিয়নের জীবনতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আমান উল্যাহ খানের (৩৫) মোটরসাইকেলটি শিশু আহাদের হাত লেগে মাটিতে পড়ে যায়। ঘটনা টের পেয়ে মোটরসাইকেল মালিক আমান উল্যাহ শিশুটিকে দৌড়ে ধরে চড়, থাপ্পর ও উপর্যুপরি লাথি মারতে থাকে। নির্যাতনের কারণে শিশু আহাদ মাটিতে পড়ে চিৎকারসহ গোঙ্গাতে থাকলে সিডস্টোর বাজার থেকে বাড়ি ফেরা একই এলাকার ফজর আলী শেখের ছেলে নুরুল ইসলাম মুন্সী পাষ- আমান উল্যাহর হাত থেকে শিশুটিকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের শিকার আহাদের পিতা স্থানীয় লাবনী পিকনিক স্পটের কর্মচরী জামাল উদ্দিন জানান, ‘আমার মাসুম বাচ্চাকে অহেতুক আমান উল্যাহ অমানুষিক নির্যাতন করেছে। আমি এই নির্যাতণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ তিনি আরও বলেন, ‘আমার শিশু ছেলেকে হাসপাতালে এলাকার লোকজনই ভর্তি করে। আমি ঘটনাটি পরে জানতে পেরে দৌড়ে হাসপাতালে যাই। ছেলেকে ভর্তির পর থেকে আমাকে বিভিন্ন মাধ্যমে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হচ্ছে।’ এ ব্যাপারে অভিযুক্ত আমান উল্যাহ খান নির্যাতনের বিষয়টি স্বীকার করে বলেন, শিশুটি তার মোটরসাইকেলটি মাটিতে ফেলে গ্লাসসহ বেশ কিছু যন্ত্রাংশ ভেঙে ফেলেছে। তাই তাকে ধরে চড়-থাপ্পড় দেয়া হয়েছে। আমান উল্যাহর বড়ভাই রফিকুল ইসলাম জানান, এক দুটি চড়-থাপ্পড়ে এতকিছু? আমরা এলাকার মাতব্বরদের নিয়ে সামাজিক সালিশের মাধ্যমে ঘটনার নিষ্পত্তির চেষ্টা করছি। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর পিতা জামাল উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত আমান উল্যাহ খানকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা (১২) দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, শিশু আহাদ নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারে অভিযান চলছে।
×