ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাইয়ের প্রতি মমতা

প্রকাশিত: ০৬:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৫

ভাইয়ের প্রতি মমতা

ভাইবোনের মধ্যে যে ভালোবাসার বন্ধন তা অতুলনীয়। ভারতের ঝাড়খ-ের গোড্ডা জেলার এক বালিকা তার ভাইয়ের প্রতি যে ভালবাসা প্রদর্শন করেছে, সেই ভালবাসা শুধু অতুলনীয়ই নয়, অনেকটা নজিরবিহীন। এগারো বছরের মেয়েটি তার অসুস্থ ভাইকে আট মাইল দূরের হাসপাতালে নিয়ে গেছে কাঁধে করে। ভাইয়ের মুমূর্ষ অবস্থা মেয়েটিকে কষ্ট দিচ্ছিল। ভাইয়ের প্রতি অগাধ স্নেহ-ভালবাসার টানে দূরের রাস্তা সত্ত্বেও ‘কুচ পরোয়া নেহি’ মনোভাব দেখিয়ে কাঁধে তুলে নিয়েছিল অসুস্থ ভাইটিকে। মাঝে মধ্যে থেমে থেমে অতি কষ্টে আট মাইল দূরের হাসপাতালে ভাইকে নিয়ে এসে ভর্তি করায় মেয়েটি। এ ঘটনাটিকে ভাইয়ের প্রতি বোনের নজিরবিহীন ভালবাসা প্রদর্শনের নমুনা হিসেবেই আখ্যা দেয়া যায়। ঝাড়খ-ের বসবাসকারী অধিকাংশ জনগোষ্ঠীই আদিবাসী। এই রাজ্যটি চিকিৎসা তথা স্বাস্থ্য সুবিধা ভোগের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। শুধু তাই নয়, মাওবাদী প্রভাবিত এই রাজ্যটির জনগণ পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক সুবিধাগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছে। একারণেই এগারো বছরের বালিকা মেয়েটিকে অসুস্থ ভাইকে কাঁধে নিয়ে ভাইয়ের জীবন বাঁচাতে হেটে আট মাইল দূরের হাসপাতালে যেতে হয়েছিল । সূত্র: ওয়েবসাইট
×