ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে লিন্ডে বিডির

প্রকাশিত: ০৪:২২, ৯ সেপ্টেম্বর ২০১৫

অকারণে দর বাড়ছে লিন্ডে বিডির

গত কয়েকদিন ধরে শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড (লিন্ডে বিডি)। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৩ কার্যদিবসে লিন্ডে বিডির শেয়ারের দর টানা বেড়েছে। এর মধ্যে ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দরে বড় ধরনের উলম্ফন হয়েছে। গত ২ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দর ছিল ১ হাজার ১০৬ টাকা। তিন কার্যদিবসে কোম্পানির শেয়ারের দর বেড়ে ১ হাজার ২৫৪.৭ টাকায় গিয়ে দাঁড়ায়। ৮ সেপ্টেম্বর মঙ্গলবারও কোম্পানির শেয়ারের দর বাড়ছে। বেলা ১টা ৪৫ মিনিটে ৫.৮৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৭.৯০ টাকায় লেনদেন হচ্ছে কোম্পানির শেয়ার। -অর্থনৈতিক রিপোর্টার জমি কিনেছে ফার কেমিক্যাল ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পূর্বঘোষণা অনুযায়ী জমি কিনেছে। কোম্পানি দ্বিতীয় পর্যায়ে ২০ দশমিক ১২ ডেসিমেল জমি কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ এই জমি কিনতে কোম্পানির মোট ৩৪ লাখ ৬৫ হাজার ৭১০ টাকা খরচ হয়েছে। কোম্পানি ডাইস ও কেমিক্যাল ফ্যাক্টরির দ্বিতীয় ইউনিট সম্প্রসারণের জন্য দ্বিতীয় দফায় এ জমি কিনেছে। উল্লেখ্য, একই কারণে কোম্পানি প্রথম দফায় ২৭ ডেসিমেল জমি কিনেছিল। ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×