ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০৬, ৭ সেপ্টেম্বর ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. ড্রাগের উপর কোন ব্যক্তির আসক্তি জন্মাতে পারে- র. হতাশা ও দূর করার জন্য রর. পারিবারিক অশান্তির জন্য ররর. অধিক লেখাপড়া করার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. কোনটি অনুচক্রিকার প্রধান কাজ? ক) অক্সিজেন সরবরাহ করা খ) জীবাণু ভক্ষণ করা গ) অম্ল-ক্ষারের সমতা রক্ষা করা ঘ) রক্ত সঞ্চালনে সাহায্য করা ৩. শহরাঞ্চলে পানি দূষণ প্রতিরোধ করা যেতে পারে- র. বাসাবাড়ির ছাদে বৃষ্টির পানি সংগ্রহ করে রর. গ্রাভেল, জাতীয় ছিদ্রযুক্ত পদার্থ ব্যবহার করে ররর. বড় গর্ত বা খাল তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? ক) রেডন খ) আর্সেনিক গ) রেডিয়াম ঘ) ফ্রান্সিয়াম ৫. নিচের কোনটি প্লাস্টিক জাতীয় সামগ্রী? ক) সাইকেলের টায়ার খ) সার্জিক্যাল মোজা গ) রাবার ব্যান্ড ঘ) গাড়ির সিটবেল্ট ৬. মাসিকের সময় কতদিন পর্যন্ত রক্তস্রাব হতে পারে? ক) ৩-৪ দিন খ) ২-৩ দিন গ) ৩-৬ দিন ঘ) ৩-৫ দিন ৭. কোন প্রাণীর রক্তের রং লাল? ক) তেলাপোকা খ) ব্যাঙ গ) ঘাসফড়িং ঘ) জোঁক ৮. ক্যান্সার ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ সৃষ্টি করে কোন পর্দাটি? ক) মারকারী খ) সীসা গ) আর্সেনিক ঘ) নিউইয়র্ক ৯. হাইপারমেট্রেপিয়া কী? ক) এক প্রকার চোখের ত্রুটি খ) শ্রবণ শক্তিজনিত ত্রুটি গ) রাতকানা রোগের প্রতিশব্দ ঘ) উচ্চরক্তচাপ ১০. নিচের কোনটি নন-সেলোজিক তন্তু? ক) তুলা খ) পলিস্টার গ) পাট ঘ) লিলেন ১১. শিশুদের ত্বকের ঢ়ঐ কত? ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ১০ ১২. জৈব বিবর্তনের জনক কে? ক) ল্যামার্ক খ) ডারউইন গ) এরিস্টটল ঘ) মেন্ডেল ১৩. মাটিতে থাকা গ্যাস কোথায় যায়? ক) মানুষ গ্রহণ করে খ) গাছ গ্রহণ করে গ) স্ট্রাটোস্ফিয়ারে যায় ঘ) বায়ুম-লে যায় ১৪. বয়লারের ক্ষয় সাধনকারী পানি- র. কৃষি কাজের অনুপযোগী রর. প্রচুর লবণযুক্ত পানি ররর. সামুদ্রিক পানি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫. ফসফরাসের কাজ হলো- র. অস্থি ও দাঁত গঠনে বাঁধা দেয়া রর. নিউক্লিক এসিড ও নিউক্লিক প্রোটিন তৈরি করা ররর. শর্করা বিপাকে শক্তি উৎপন্ন করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. বেকিং সোডা- র. ক্ষারজাতীয় পদার্থ রর. বদহজম সমস্যার সমাধান দেয় ররর. পাকস্থলিতে এসিডিটি বাড়ায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর ১. (ক) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (খ)
×