ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজেপিতে যোগ দিচ্ছেন আরও ৯ কংগ্রেস বিধায়ক

প্রকাশিত: ০৬:০১, ৭ সেপ্টেম্বর ২০১৫

বিজেপিতে যোগ দিচ্ছেন আরও ৯ কংগ্রেস বিধায়ক

কংগ্রেসের বিদ্রোহী বিধায়করা শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। এ সময় বিজেপিতে যোগ দেয়ার ইচ্ছেও প্রকাশ করলেন তারা। তবে অসম বিধান সভায় তৃণমূলের একমাত্র বিধায়ক দীপেন পাঠকেরও বিজেপিতে যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে। তবে তিনি বলেন, এখনও এমন সিদ্ধান্ত আমি নিইনি। হিমন্তবিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার কথা ঘোষণা করার পর থেকেই তার পক্ষে থাকা কংগ্রেসী বিধায়ক পীযুষ হাজারিকা, জয়ন্তমল্ল বরুয়া, আবু তাহের বেপারী, পল্লবলোচন দাস, রাজেন বরঠাকুর, বলিন চেতিয়া, প্রদান বরুয়া, বিনন্দ শইকিয়া, কৃপানাথ মালারা প্রকাশ্যে হিমন্তের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করেন। তারা জানান, হিমন্ত যেদিকে, তারাও সে দিকেই যাবেন। হিমন্ত যেদিন বিজেপিতে যোগ দিতে দিল্লী থেকে গুয়াহাটি এলেন, তার সঙ্গেই দিল্লী থেকে আসেন পীযুষ হাজারিকা, পল্লব লোচন দাস ও রাজেন বরঠাকুর। বাকি হিমন্তপন্থী ও গগৈবিরোধী ৬ বিধায়ক গুয়াহাটি বিমানবন্দরে হাজির হয়ে হিমন্তকে সংবর্ধনা জানান। সে সময় হিমন্তকে গুয়াহাটি বিমানবন্দরে স্বাগত জানাতে যাওয়ার অপরাধে পীযুষ হাজারিকা, পল্লবলোচন দাস, প্রদান বরুয়া ও জয়ন্তমল্ল বরুয়াকে সাসপেন্ড করে কংগ্রস। খবর আনন্দবাজার পত্রিকা।
×