ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থাইল্যান্ডে খসড়া সংবিধান সামরিক পরিষদে বাতিল

প্রকাশিত: ০৬:০১, ৭ সেপ্টেম্বর ২০১৫

থাইল্যান্ডে খসড়া সংবিধান সামরিক পরিষদে বাতিল

থাইল্যান্ডের সামরিক শাসকদের গঠিত পরিষদ বিতর্কিত নতুন সংবিধানের খসড়া বাতিল করে দিয়েছে। গত বছর সামরিক অভ্যুত্থানের পর এ খসড়া প্রণয়ন করা হয়েছিল। আরও একটি খসড়া শাসনতন্ত্র প্রণয়নের জন্য এখন একটি নতুন কমিটি গঠন করতে হবে। পরিষদে খসড়ার বিশেষ করে একটি অনুচ্ছেদের ব্যাপক সমালোচনা করা হয়। এ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সঙ্কটের সময় সরকারের দায়িত্ব গ্রহণ করবে ২৩ সদস্যবিশিষ্ট এক প্যানেল। গত বছর বেশ কয়েক মাসের রাজনৈতিক অসন্তোষের পর নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। ২৪৭ সদস্যবিশিষ্ট জাতীয় সংস্কার পরিষদে ১৩৫-১০৫ ভোটে খসড়াটি বাতিল হয়ে যায়। ৭ জন সদস্য ভোট দানে বিরত থাকেন। সংবাদদাতারা বলেছেন, খসড়াটির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করা হয়। আরও একটি কমিটি নতুন খসড়া প্রণয়নের জন্য ১৮০ দিন সময় পাবে। খসড়াটি পরে দেশব্যাপী গণভোটে দেয়া হবে। অনেক বিশ্লেষকের ধারণা ছিল, সামরিক সরকারের মনোনীত পরিষদে একই সরকার সমর্থিত এ খসড়া শাসনতন্ত্রটি অনুমোদন পাবে সহজেই। কিন্তু তা হলো না। তীব্র বিতর্কের পর শেষ মুহূর্তে খসড়ার বিরুদ্ধে ভোট দেন ন্যাশনাল রিফর্ম কাউন্সিলের সদস্যরা। Ñবিবিসি
×