ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকাডুবি ॥ আটজনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০০, ৭ সেপ্টেম্বর ২০১৫

দক্ষিণ কোরিয়ায় মাছ ধরার নৌকাডুবি ॥ আটজনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৮ জন মারা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রোববার কোস্টগার্ড একথা জানায়। ডলফিন নামে ৯.৭৭ টন ওজনের মাছ ধরার নৌযানটি শনিবার রাতে চুজা দ্বীপের কাছে হারিয়ে যায়। রবিবার সকালে একটি দ্বীপের কাছে নৌযানের ভগ্নাংশ পাওয়া গেছে। কোস্টগার্ড জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে জীবিত এবং আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌযানটিতে কতজন লোক ছিল তা জানা যায়নি। নিখোঁজদের তল্লাশি করতে বেশ কয়েকটি জাহাজ মোতায়েন করা হয়েছে। ডুবুরিরা পানির নিচে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় জীবিত উদ্ধার পাওয়া একজন জানান, শক্তিশালী ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। খবর এএফপির।
×