ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে এ্যাডমিশন ফেয়ার-২০১৫

প্রকাশিত: ০৫:৫৪, ৭ সেপ্টেম্বর ২০১৫

শান্ত-মারিয়াম  ইউনিভার্সিটিতে  এ্যাডমিশন  ফেয়ার-২০১৫

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সাফল্যের ১২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধ, বৃহস্পতি ও শুক্রবার এ্যাডমিশন ফেয়ার-২০১৫ আয়োজন করা হয়েছে। শান্ত-মারিয়াম এ অঞ্চলের প্রথম ডিজাইনভিত্তিক বেসরসকারী বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি ‘ক্রিয়েটিভ ডেস্টিনেশন অব দ্য নেশন’ হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। ১২ বছর পূর্তি উপলক্ষে এ ইউনিভার্সিটি মাসব্যাপী শিক্ষার্থী ভর্তির জন্য বিশেষ সুযোগ প্রদান করছে। এ সুযোগের আওতায় যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের টিউশন ফির ওপর ১০% শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১০০% পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদানেরও ব্যবস্থা রয়েছে। ফ্যাকাল্টি অব ডিজাইন এ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট এ্যান্ড জেনারেল স্টাডিজ এবং ফ্যাকাল্টি অব অব ফাইন এ্যান্ড পারফর্মিং আর্টস Ñএই তিনটি ফ্যাকাল্টির অধীন সকল বিভাগের অংশগ্রহণে ‘এ্যাডমিশন ফেয়ার-২০১৫’র আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৫ টা পর্যন্ত এ্যাডমিশন ফেয়ার চলবে।
×