ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীর অপারেশন চলছে ঢাকা কমিউনিটি হাসপাতালে

প্রকাশিত: ০৫:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৫

বিনামূল্যে ঠোঁট ও  তালু কাটা রোগীর অপারেশন চলছে ঢাকা কমিউনিটি হাসপাতালে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা কমিউনিটি হাসপাতালে বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা শিশুদের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছরই এ হাসপাতালে এ উদ্যোগ নেয়া হয়ে থাকে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ অপারেশন কার্যক্রম চলবে। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পরিচালক (গণসংযোগ) ওয়াকার হোসেন রবিবার জনকণ্ঠকে জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা কমিউনিটি হাসপাতাল ও মার্সি মালয়েশিয়ার যৌথ উদ্যোগে মালয়েশিয়ার বিশেষজ্ঞ সার্জনদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই অপারেশন কার্যক্রম। মার্সি মালয়েশিয়া ক্লিপ প্রজেক্টের এটি নবম মিশন। ১২ সদস্যের এই মিশনের নেতেৃত্বে রয়েছেন প্রফেসর ডাঃ ওয়ান আজমান ওয়ান সোলায়মান। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কমিউনিটি হাসপাতালের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে এবার ৭০ ঠোঁট কাটা তালু কাটা শিশুরোগী অপারেশনের জন্য নির্বাচিত হয়েছে। অপারেশনের পর ঢাকা কমিউনিটি হাসপাতাল এদের ফলোআপ করে থাকে। ১৯০৮ সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গত ৮ মিশনে সর্বমোট ৪৪৭ অপারেশন সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পেয়ে থাকেন।
×