ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানী সন্ত্রাসী গ্রুপ ভারতে ড্রোন হামলা চালাতে পারে

প্রকাশিত: ০৬:১৬, ৬ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানী সন্ত্রাসী গ্রুপ ভারতে ড্রোন হামলা চালাতে পারে

পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা ভারতে ড্রোন হামলা চালানোর চেষ্টা করছে। নয়াদিল্লী ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বিভিন্ন রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। এ পরিস্থিতি রোধে এ ধরনের আকাশযান উড্ডয়নে নতুন নির্দেশাবলী চূড়ান্ত করেছে ভারতীয় সরকার। পত্রিকাটি বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্যারাগ্লাইডার, হটএয়ারবেলুন, রিমোর্ট কন্ট্রোল্ড ফ্লাইং ডিভাইস, মাইক্রোলাইট এয়ারক্র্যাফটসহ মনুষবিহীন আকাশযান (ইউএভি) বা মনুষ্যবিহীন বিমান ব্যবস্থার (ইউএএস) জন্য শীঘ্রই কঠিন নীতি গ্রহণ করা হবে। লস্কর-ই-তৈয়বার সৈয়দ জাবিউদ্দিন আনসারী ওরফে আবু জুন্দাল, ভারতীয় মুজাহিদিনের সৈয়দ ইসমাইল আফাক লাংগ ও খালিস্তানি জঙ্গী নেতা জাগতার সিং তারাসহ সন্ত্রাসীদের বিক্ষোভকালে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, প্যারাগ্লাইডার হামলার ঝুঁকিতে রয়েছে ভারত। দৈনিকটি রিপোর্টে বলেছে, ২৬/১১য়ের মুম্বাই হামলার সহসমন্বয়ক জুন্দাল জিজ্ঞাসাবাদে বলেছে, এ হামলার জন্য ক্যাডার বাছাইয়ের এরিয়াল প্রশিক্ষণ দিচ্ছে লস্কর-ই-তৈয়বা (এলইটি)। কিছু কিছু রিপোর্টে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএমআই প্যারাসুট জাম্পিংয়ে এলইটি ক্যাডার প্রশিক্ষণে ভূমিকা নিচ্ছে। জানা গেছে, এ সন্ত্রাসী গ্রুপ চীন ও ইউএইয়ে কোম্পনিগুলোর কাছ থেকে প্যারাগ্লাইডিংয়ের সরঞ্জাম পাওয়ার জন্য এবং পাকিস্তানে কোম্পনিগুলোর কাছ থেকে ড্রোন নির্মাণ প্রযুক্তি পাওয়ার চেষ্টা করছে।
×