ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগস্টে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার কর্মসংস্থান

প্রকাশিত: ০৬:০৯, ৬ সেপ্টেম্বর ২০১৫

আগস্টে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৩ হাজার কর্মসংস্থান

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ৭৩ হাজার মানুষ চাকরি পেয়েছেন। এতে দেশটির বেকারত্বের হার ৫.৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫.১ শতাংশে। শ্রম অধিদফতরের বরাত দিয়ে গত শুক্রবার এক খবরে বিবিসি জানিয়েছে, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানো হচ্ছেÑ এ ব্যপারে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের আগেই সর্বশেষ বেকারত্বের প্রতিবেদন প্রকাশ করল দফতর। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগস্টে যে নতুন কর্মসংস্থান হয়েছে তা প্রত্যাশার তুলনায় কম। এ মাসে ২ লাখ ১৭ হাজার কর্মসংস্থানের আশা করা হয়েছিল। যদিও এই প্রতিবেদন সংশোধিত হওয়ার প্রবণতা রয়েছে শ্রম মন্ত্রণালয়ে। ধারণা করা হচ্ছে, আলোচিত মাসে নতুন কর্মসংস্থানের সংখ্যা আরও বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের এপ্রিল হতে এই হার সর্বনিম্ন। -অর্থনৈতিক রিপোর্টার
×