ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাশ্রয়ী মূল্যের এ১০বি স্মার্টফোন বাজারে আনছে বাংলালিংক

প্রকাশিত: ০৫:৫৮, ৬ সেপ্টেম্বর ২০১৫

সাশ্রয়ী মূল্যের এ১০বি  স্মার্টফোন বাজারে আনছে বাংলালিংক

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক, ‘বাংলালিংক আমরা এ১০বি’ ব্র্যান্ড নিউ স্মার্টফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। অত্যাধুনিক ও সাশ্রয়ী এই উইন্ডোজ স্মার্টফোন বছরের অন্যতম সেরা মোবাইল হতে যাচ্ছে। বাংলালিংকের হেড অফিস, টাইগারস ডেন এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সোলাইমান আলম এবং আমরা স্মার্ট সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ। উইন্ডোজ বাজারে চলতি একটি অপারেটিং সিস্টেম। এটি মাইক্রোসফট অফিস সাপোর্ট করে উইন্ডোজ ফোনের জন্য যা একটি বাড়তি সুবিধা। এছাড়াও এটির এক্সবক্সের গেমিং এক্সপেরিয়েন্স অন্যগুলোর তুলনায় অপেক্ষাকৃত ভাল এবং এটা বড় ফাইল অথবা গেমের জন্য আটকে যায় না। বাংলালিংক ‘আমরা স্মার্ট সল্যুশনস’-এর সহায়তায় এই থ্রিজি স্মার্টফোন নিয়ে এসেছে। এই স্মার্টফোনে ৮.১ উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে। ৫,৪০০ টাকা দিয়ে হ্যান্ডসেটটি কিনলে তার সঙ্গে ৫,৪০০ টাকা সমমূল্যের বাংলালিংক বান্ডেল বোনাস পাবেন। বর্তমানে যে কোন প্রিপেইড অথবা পোস্টপেইড বাংলালিংক গ্রাহক সেটটি কিনলে ১২ জিবি ডাটা, ১২০০টি অন নেট এসএমএস, ৬০০ মিনিটের অন নেট টক টাইম এবং ৬০০ মিনিটের অফ নেট টক টাইম ৬ মাসের জন্য বোনাস পাবেন। সারাদেশে সকল বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার, বাংলালিংক পয়েন্টে এই হ্যান্ডসেট পাওয়া যাবে। ক্রেতারা এই হ্যান্ডসেটের সঙ্গে একটি আকর্ষণীয় বাংলালিংক গিফট ও পাবেন। অগ্রিম অর্ডার দেয়ার জন্য িি.িনধহমষধষরহশ.পড়স.নফ/ ধধসৎধ-ধ১০ন-ঢ়ৎবনড়ড়শরহম/ -এ যেতে হবে। ‘বাংলালিংক আমরা এ১০বি’ স্মার্টফোনটি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বাজারে পাওয়া যাবে। -বিজ্ঞপ্তি
×