ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্কটিকে কী বলা হয়? ক) ব্যাংক গ্রাহক খ) ব্যাংকার-মক্কেল গ) মক্কেল-ব্যাংকার ঘ) ব্যাংকার-ব্যাংক ২. বড় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী? ক) ব্যাংক খ) বন্ড গ) মহাজন ঘ) ব্যাংক ও বন্ড ৩. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কত? ক) ২ খ) ৪ গ) ৬ ঘ) ১২ ৪. আদালত কর্তৃক মক্কেলের ওপর কোন অর্ডার জারিন করা হলে ব্যাংক তার মক্কেলের হিসাব সাময়িক বা সম্পপূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য থাকে? ক) ভিসমিস অর্ডার খ) সিক্রেট অর্ডার গ) পারনিশি অর্ডার ঘ) আসসি অর্ডার ৫. কোন সময় থেকে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়? ক) ১৯৩০-এর দশকে খ) ১৯৪০-এর দশকে গ) ১৯৫০-এর দশকে ঘ) ১৯৬০-এর দশকে ৬. মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে তহবিল উৎসের ব্যয় কীরূপ হওয়া অত্যাবশ্যক? ক) নূন্যতম খ) সর্বোচ্চ গ) স্বচ্ছতাপূর্ণ ঘ) মালিকানাভিত্তিক ৭. মূলধন বাজেটিং দ্রুত হওয়ার সুফল কী? ক) ব্যবায়ের আধুনিকায়ন খ) ব্যবসায়িক সফলতা অর্জন গ) সঠিক তথ্য সংগ্রহ ঘ) ব্যবসায়িক ঝুঁকি পরিমাপ ৮. উপার্জিত আয় হতে যাবতীয় খরচ বাদ দিলে কী পাওয়া যায়? ক) আয় খ) ব্যয় গ) লভ্যাংশ ঘ) মুনাফা ৯. বহিস্থ তহবিল ভিত্তিতে সাধারণত কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ১০. একজন ব্যবসায়ীকে মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হবে? ক) উদ্দেশ্যের বাস্তবায়ন খ) অর্থের সদ্ব্যবহার গ) সম্পদের মূল্যায়ন ঘ) প্রকল্পের যথার্থতা যাচাই ১১. ব্যবসায় প্রতিষ্ঠানের গৃহীত বিনিয়োগ সিদ্ধান্ত লাভজনক প্রতীয়মান হয় কীভাবে? ক) বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ একই হলে খ) বহিঃপ্রবাহ থেকে আন্তঃপ্রবাহ বেশি হলে গ) আন্তঃপ্রবাহ থেকে বহিঃপ্রবাহ বেশি হলে ঘ) আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সমান হলে ১২. অংশীদারি ব্যাংক কোন আইনের ভিত্তিতে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়? ক) যৌথমূলধনী আইন খ) কোম্পানি আইন গ) বিধিবদ্ধ আইন ঘ) অংশীদারি আইন ১৩. অর্থের সময় মূল্য অনুযায়ী নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির বর্তমান মূল্য- ক) তত বেশি খ) তত কম গ) অত্যাধিক বেশি ঘ) কোনোটিই নয় ১৪. ‘ঐধহফষব এড়াঃ. ঞৎধহংধপঃরড়হ’ কথাটি কোন ব্যাংকের জন্যে প্রযোজ্য? ক) সঞ্চয়ী ব্যাংক খ) কেন্দ্রীয় ব্যাংক গ) বন্ধকী ব্যাংক ঘ) সরকারি ব্যাংক ১৫. পাবলিক লিমিটেড কোম্পানির প্রযোজ্য উক্তি হলো- র. মুনাফা না হলে লভ্যাংশ প্রদান করে না রর. ইচ্ছে করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে ররর. লভ্যাংশ প্রদান করতে সব সময় বাধ্য নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. বাণিজ্যিক ব্যাংকের মুখ্য দুটি কাজ কী? ক) মূলধন সৃষ্টি ও ব্যবসায়ীদের ঋণ দান খ) আমানত গ্রহণ ও ঋণপ্রদান গ) চেক, ড্রাফ্ট ইস্যুকরণ এবং শেয়ার ক্রয়বিক্রয় ঘ) হুন্ডি বাট্টাকরণ ও বিনিময় বিলের ঋণদান ১৭. ডিবেঞ্চার হোল্ডারগণ কোম্পানি থেকে গ্রহণ করেন- র. লভ্যাংশ রর. সুদ ররর. মুনাফা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮. অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোন মূল্য হ্রাস পাবে? ক) বর্তমান মূল্য খ) ভবিষ্যৎ মূল্য গ) প্রকৃত সুদের হার ঘ) বর্তমান ও ভবিষ্যৎ মূল্য ১৯. ঢ প্রতিষ্ঠানটির গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৫৩.৬। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে? ক) ১৬.১৩% খ) ১৩.৩৩% গ) ১২.২২% ঘ) ১২.৩৯%
×