ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আ’লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ॥ শিশু আহত

প্রকাশিত: ০৬:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লায় আ’লীগ নেতাকে লক্ষ্য করে গুলি ॥ শিশু আহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ সেপ্টেম্বর ॥ দেবিদ্বারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুলকে লক্ষ্য করে প্রতিপক্ষের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জোবায়ের আহাম্মদ (৯) নামের এক শিশুর পায়ে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বনকোট গ্রামে এ ঘটনা ঘটে। আহত জোবায়ের ওই গ্রামের শামীম আহম্মদের পুত্র। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বনকোট গ্রামের শামীম আহম্মদ ও মোকতল মাস্টারের ক্রয় করা জমি নিয়ে স্থানীয় মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে নূর মোহাম্মদ কিসলুর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার শামীম আহম্মেদ তার বাড়ির জায়গায় বাথরুমের রিং বসানোর কাজ শুরু করেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন পাশের জমির মালিক মোকতল মাস্টার ও তার বন্ধু গুনাইঘর (উত্তর) ইউনিয়ন আ’লীগ সভাপতি মকবুল হোসেন মুকুল। পরে সেখানে নূর মোহাম্মদ কিসলু উপস্থিত হয়ে আ’লীগ নেতা মুকুল ও জমির মালিক মোকতল মাস্টার কেন ওই জমিতে এসেছে এ নিয়ে তাদের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মুকুলকে লক্ষ্য করে গুলি চালানো হলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে শামীম আহাম্মদের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুপুত্র জোবায়ের পায়ে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশু জোবায়েরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দুপুর ১২টার দিকে সেখান থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে জোবায়েরের পায়ের অপরেশন সম্পন্ন করা হয়। এদিকে উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল সাংবাদিকদের জানান, তাকে হত্যা করতে কিসলু গুলি চালিয়েছিল, কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিশু জোবায়েরের পায়ে বিদ্ধ হয়।
×