ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সার্ফিং ও ব্র্যাক চিকেনের মধ্যকার চুক্তি সম্পন্ন

প্রকাশিত: ০৬:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৫

সার্ফিং ও ব্র্যাক চিকেনের মধ্যকার চুক্তি সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী তিন (২০১৬-১৮) বছর জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করবে ব্র্যাক চিকেন। ২০১৫ সালের এপ্রিল মাসে কক্সবাজারের লাবনী পয়েন্টে প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ব্র্যাক চিকেনের পৃষ্ঠপোষকতায়। প্রথম আয়োজনটি সফল হওয়ার কারণে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি পরবর্তী তিন বছর জাতীয় প্রতিযোগিতা আয়োজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সঙ্গে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশন ও ব্র্যাক ডেইরি এ্যান্ড ফুড এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী ও ব্র্যাক চিকেনের ডেপুটি ম্যানেজার উম্মে হাবিবা চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় সার্ফিং এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জামাল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন, ব্র্যাক ডেইরি এ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান, ডিজিএম সেলস মোঃ সাইফুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×