ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সংঘাত, ১ কোটি ৩০ লাখ শিশু স্কুলবঞ্চিত

প্রকাশিত: ০৬:২৪, ৫ সেপ্টেম্বর ২০১৫

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সংঘাত, ১ কোটি ৩০ লাখ শিশু স্কুলবঞ্চিত

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে সংঘাত-সহিংসতার কারণে ১ কোটি ৩০ লাখ শিশু স্কুলে যেতে পারছে না। এভাবেই গুঁড়িয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতের সব আশা-ভরসা। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এর ‘এডুকেশন আন্ডার ফায়ার’ শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর ওয়েবসাইটের। প্রতিবেদনে সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং লিবিয়াসহ বিশ্বের ৯টি স্থানে স্কুলে পড়ুয়া শিশুদের ওপর সহিংসতার প্রভাব খতিয়ে দেখা হয়েছে। এসব জায়গায় একটি প্রজন্ম শিক্ষা ব্যবস্থাবিহীন অবস্থায় বেড়ে উঠছে। কেবল সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং লিবিয়াতেই প্রায় ৯ হাজার স্কুল শিক্ষা কার্যক্রম চালানোর মতো অবস্থায় নেই। যুদ্ধের কারণে ইরাক ও সিরিয়ার লাখ লাখ শিশু স্কুল ছাড়তে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
×