ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলিয়েনের কঙ্কাল আবিষ্কার !

প্রকাশিত: ০৫:৫৭, ৫ সেপ্টেম্বর ২০১৫

এলিয়েনের কঙ্কাল আবিষ্কার !

শেষ হতে চলল কী এলিয়েন নিয়ে জল্পনা-কল্পনার? সত্যিই কি তাহলে এলিয়েন আছে? একটি কঙ্কালের আবিষ্কার বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছে। কঙ্কালের গড়ন পৃথিবীর কোন প্রাণীর মতো না। কল্পলোকে এলিয়েনের যে আকৃতির কথা মনে করা হয়, এ কঙ্কালটির আকৃতি অনেকটা সেরকমই। এতে অনেক বিজ্ঞানী মনে করছেন, এটি বহুল কাক্সিক্ষত এলিয়েনের কঙ্কাল। তাদের এই ধারণা সত্য হলে, এলিয়েনের অস্তিত্ব নিয়ে যে বাগবিত-া আছে, তার অবসান ঘটবে। কিন্তু কঙ্কালটি যে এলিয়েনরই তার কোন জোরালো প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে বিজ্ঞানীরা সন্দিহান। রাশিয়ার কোভাশি নদীর পাড়ে নিউক্লিয়ার প্লান্টের খুব কাছাকাছি এক স্থানে পাওয়া গেছে এই রহস্যময় কঙ্কাল। ক্রাশনুইয়ার্স্ক ইনস্টিটিউট অফ বায়োফিজিক্সে এই রহস্যময় কঙ্কালটি পরীক্ষা করেছে। কিন্তু এখনও পর্যন্ত তারা এটি আসলে এলিয়েন নাকি পৃথিবীর কোন প্রাণীর কঙ্কাল তা নির্ণয় করতে পারেনি। তবে অনেক এলিয়েন সন্ধানী মনে করছেন, উদ্ধার হওয়া কঙ্কালটি যারই হোক, সে পৃথিবীর বাসিন্দা ছিল না মোটেই। তাহলে, এটি কোথাকার বাসিন্দা, আদৌ এলিয়েন কিনা নাকি পৃথিবীরই কোন অজানা প্রাণীর কঙ্কাল তা নির্ণয়ের জন্য ডিএনএ পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা। গবেষণার পরই জানা যাবে আসল সত্য। Ñসূত্র: ইন্টারনেট
×