ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পরিচ্ছন্ন অভিযান

প্রকাশিত: ০৬:৩৮, ৪ সেপ্টেম্বর ২০১৫

পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ সেপ্টেম্বর ॥ পৌর শহরে রাস্তা পরিষ্কার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় আঞ্জুমান স্কুলের সামনে থেকে সপ্তাহব্যাপী এই পরিছন্ন অভিযানের উদ্বোধন করেন পৌরমেয়র। পরে সেখান থেকে ঝাড়ু হাতে নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। মাদকমুক্ত করায় অর্থ প্রদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ সেপ্টেম্বর ॥ ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করার জন্য ৫০ গ্রাম পুলিশের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার থানা ভবনে এ নগদ অর্থ বিতরণ করেন অফিসার ইনচার্জ মীর্জা মোঃ আব্দুস সালাম। এ সময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহমানসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম বলেন, মাদকমুক্ত উপজেলা গঠনে জনগণকে উদ্বুদ্ধকরণ ও মাদক সম্পর্কে তথ্যসংগ্রহ ও স্থানীয় জনগণকে মাদক সম্পর্কে সচেতন করার জন্য ৫০ গ্রাম পুলিশের এই নগদ অর্থ বিতরণ করা হয়। হাওড় অভিযাত্রা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ হাওড়ের জীববৈচিত্র্য রক্ষাসহ জীবনমান উন্নয়ন এবং টিপাইমুখ ড্যাম, গজলডোবা ব্যারাজ, আন্তঃনদী সংযোগ অভিঘাত সম্পর্কে আন্তর্জাতিক সমীক্ষা সম্পন্ন করা ও সমীক্ষার ফল প্রকাশের পূর্ব পর্যন্ত প্রকল্প স্থগিত রাখাসহ হাওরাঞ্চলের ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হাওড় অভিযাত্রা শুরু হয়েছে। হাওড়বাসীর উদ্যোগে এ হাওড় অভিযাত্রায় জনমত ও জনসচেনতা সৃষ্টিতে কাজ করবে। বৃহস্পতিবার সকালে জেলার বাজিতপুর থেকে শুরু হওয়া নৌযাত্রায় নানা শ্রেণীর পেশার লোকজন অংশ নিয়েছে। শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈশ্বরদীসহ তিন উপজেলার সমন্বয়ে গঠিত ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, সনদপত্র ও বৃত্তি প্রদান করেন প্যানেল চেয়ারম্যান মাহাজেবিন শিরিন পিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম।
×