ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন যন্ত্রপাতি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্রকাশিত: ০৬:৩২, ৪ সেপ্টেম্বর ২০১৫

নতুন যন্ত্রপাতি কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড নতুন মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রপাতি হচ্ছে ট্রাভেলিং ক্লিনার্স। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, কোম্পানিটি স্পেনের ইলেক্ট্রো জেট কোম্পানি থেকে খণপত্রের মাধ্যমে এ মেশিনারিজ কিনবে। এতে আনুমানিক ব্যয় হবে ৮ কোটি ৭৫ লাখ ৬ হাজার ৯৮৫ টাকা। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। যার পুরোটাই বোনাস লভ্যাংশ। শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ২৩ পয়সা। আর সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ১৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার মতিন স্পিনিংয়ের সভা ১২ সেপ্টেম্বর বস্ত্রখাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর শনিবার। ওইদিন দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা। কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৪ টাকা ২৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×