ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে ৩ লাখ সেনা কমানোর ঘোষণা প্রেসিডেন্টের

প্রকাশিত: ০৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০১৫

চীনে ৩ লাখ সেনা কমানোর ঘোষণা প্রেসিডেন্টের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে রাজধানী বেজিংয়ে বৃহস্পতিবার অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজের আয়োজন করে চীন। এর মধ্য দিয়ে দেশটি নিজেদের সামরিক সক্ষমতাও প্রদর্শন করে। এদিকে দেশটির প্রেসিডেন্ট শি জিনসিং কুচকাওয়াজে দেয়া ভাষণে সেনাবাহিনী থেকে ৩ লাখ সদস্য কমানোর ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও ওয়েবসাইটের। উদ্বোধনী ভাষণে চীনা প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানী আগ্রাসন ঠেকাতে যুদ্ধ করা চীনা নাগরিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের অনেকাংশই দখল করে নিয়েছিল তৎকালীন অক্ষশক্তিভুক্ত জাপান। বক্তব্যে চীনা পিপলস লিবারেশন আর্মি থেকে তিন লাখ সেনা সদস্য কমানো হবে বলে জানান তিনি। তবে এ জন্য নির্দিষ্ট কোন সময়সীমা উল্লেখ করেননি শি। এ দিনের কুচকাওয়াজে বিশ্বের অন্তত ৩০টি দেশের সরকারী কর্মকর্তারা অংশ নেন। এদের মধ্যে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ইয়াসির আরাফাতের মৃত্যুর তদন্ত বন্ধ করল ফ্রান্স ফিলিস্তিনীদের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, এমন সন্দেহে চলমান তদন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফ্রান্সের বিচারকরা। ২০০৪ সালে আরাফাত প্যারিসে সামরিক হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুর পর স্ত্রী সুহা দাবি করেছিলেন, তাঁকে হত্যা করা হয়েছে। সুহার এই অভিযোগের সমর্থন মেলে যখন স্ইুজারল্যান্ডে আরাফাতের ব্যবহার্য পরীক্ষা করে পোলোনিয়ামের খেঁাঁজ পাওয়া যায়। বিচারকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পোলোনিয়াম বিষক্রিয়ার বিষয়টি ‘প্রমাণিত নয়’ তাই ফরাসী কর্তৃপক্ষ তাদের তদন্ত আর চালাবে না। ফরাসী আইন কর্মকর্তা বলেছিলেন, পোলোনিয়ামের যে নমুনা পাওয়া গেছে তার অস্তিত্ব প্রাকৃতিক কারণেই ঘটেছে। -বিবিসি ভাসমান চামচ মঙ্গলে এবার ভাসমান চামচের খোঁজ পেল নাসা। নাসার মহাকাশযান কিউরিরোসিটি রোভারের পাঠানো ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলের বুকে একটি চামচ ভাসছে। যার ছায়া পড়েছে মঙ্গলেরই মাটিতে। প্ল্যানেটারি সোসাইটির আননেমড স্পেসফ্লাইট মেসেজ বোর্ডের এক ইউজারের চোখে প্রথম পড়ে এই চামচসদৃশ ছবি।- ওয়াশিংটন পোস্ট সুপারমুন লুনার একলিপ্স ৩৩ বছর পর সুপারমুন লুনার একলিপ্স দেখা যাবে চলতি মাসের আকাশে। শেষবার ১৯৮২ সালে দেখা গিয়েছিল। এই বছর ২৭ সেপ্টেম্বও দেখা যাবে। চাঁদ যখন পৃথিবীর সব থেকে কাছে চলে আসে তখন চাঁদকে আমরা সাধারণত যেই আকাওে দেখি, তার থেকে ১৪ শতাংশ বড় ও উজ্জ্বল দেখায়। এটাকে বলে সুপারমুন। আর চাঁদ যখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তখন হয় চন্দ্রগ্রহণ। চাঁদ এ সময় লাল রঙের দেখতে লাগে। ২০৩৩ সালের আগে আর মিলবে না এই সুযোগ। -জিনিউজ
×