ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিলুপ্ত ছয় ছিটের ৪৪৮ গ্রাহক বিদ্যুত পাচ্ছেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন অপেক্ষা

প্রকাশিত: ০৫:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৫

বিলুপ্ত ছয় ছিটের ৪৪৮ গ্রাহক বিদ্যুত পাচ্ছেন, প্রধানমন্ত্রীর উদ্বোধন অপেক্ষা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রাথমিক পর্যায়ে নির্ধারিত ১১ দিনের মাথায় নীলফামারীর ৪টি, পঞ্চগড় ও কুড়িগ্রামের একটি করে মোট ৬টি বিলুপ্ত ‘ছিটমহলে জরুরী ভিত্তিতে বিদ্যুত সংযোগ দেয়ার সকল প্রকার সরবরাহ লাইন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি বিলুপ্ত ছিটমহলের প্রথম ধাপে ৪৪৮টি পরিবারের ঘরে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। দিন ও সময় অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যুত সংযোগের লাইন সম্পন্ন করা হয় বলে পল্লীবিদ্যুত সূত্রে জানানো হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী দফতরের মুখ্য সচিব আবুল কালাম আজাদ সোস্যাল মিডিয়া সংলাপে বিষয়টি অবগত হয়ে বলেন যে কোন দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে ৬টি বিলুপ্ত ছিটমহলে বিদ্যুত সরবরাহের উদ্বোধন করবেন। সোস্যাল মিডিয়া সংলাপে প্রধানমন্ত্রী দফতরের মুখ্য সচিব আবুল কালাম আজাদ তার দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার ও নীলফামারী-কুড়িগ্রাম-লালমনিরহাট ও পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া সোস্যাল মিডিয়া সংলাপে ওই চার জেলার বিলুপ্ত ছিটমহলবাসীর পক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপস্থিত নারী ও পুরুষরা তাদের বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন উন্নয়নের দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি মুখ্য সচিব ইউটিউবের মাধ্যমে সংযুক্ত বিলুপ্ত ছিটমহলবাসীর প্রশ্নে উত্তর প্রদান করেন। সোস্যাল মিডিয়া সংলাপে মুখ্য সচিব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলুপ্ত ছিটমহল অচিরেই পরিদর্শনে যাবেন। এদিকে পল্লীবিদ্যুত সমিতির পক্ষে জানানো হয় গত ২৩ আগস্টের এক আদেশ মোতাবেক পল্লী বিদ্যুতের আওতায় থাকা ৬টি বিলুপ্ত ছিটমহলে বিদ্যুত সংযোগের নির্মাণ কাজ শুরু করা হয়। এ ছাড়া পল্লীবিদ্যুত সমিতির পক্ষে বাকি ২৬টি বিলুপ্ত ছিটমহলগুলোর বিদ্যুত দেয়া হবে আগামী ডিসেম্বর মাসে।
×