ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কমিউনিটি পুলিশের তিন ভুয়া সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৭:৩৩, ৩ সেপ্টেম্বর ২০১৫

কমিউনিটি পুলিশের তিন ভুয়া সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের তিন ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে কমিউনিটি পুলিশের জাল পরিচয়পত্র, স্ট্যাম্প, ভর্তি ফরম, অপরাধীদের গ্রেফতার করার জন্য সিসি বই, কমিউনিটি পুলিশের র‌্যাঙ্কব্যাজসহ নানা আলামত জব্দ করা হয়েছে। মঙ্গলবার লালবাগের অতিরিক্ত উপকমিশনার সঞ্জিত কুমার রায়ের তত্ত্বাবধানে জ্যেষ্ঠ সহকারী কমিশনার আর এম ফয়জুর রহমান ও চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক অভিযান চালিয়ে রাজধানীর ইসলামবাগ থেকে এম এ কুদ্দুস শেখ ও সোহেল রানাকে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বাংলাদেশ সন্ত্রাস প্রতিরোধ কমিউনিটি পুলিশের কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র, উপকরণ ও গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত একটি ভিডিও সিডি উদ্ধার হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ এ সব তথ্য জানান।
×