ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাট পিসি কলেজে সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ০৭:০৫, ৩ সেপ্টেম্বর ২০১৫

বাগেরহাট পিসি কলেজে সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ঐতিহ্যবাহি বাগেরহাট সরকারি পিসি কলেজে সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠার ৯৭ বছর পর বুধবার কলেজে আনুষ্ঠানিক ভাবে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এর ফলে এখন থেকে কলেজের শিক্ষার্থীরা লেখাপাড়ার পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতি চর্চা করতে পারবেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এইচ এম এ ছালেক কলেজের চতুর্থ তলার একটি কক্ষে সাহিত্য-সাংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন। পরে কলেজের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শেখ মোস্তাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মীর ফজলে সাঈদ ডাবলু, অধ্যাপক সুভাষ চন্দ্র হীরা, শিক্ষক পরিষদের সম্পাদক নীতিশ বিশ্বাস, সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান বাবুল, মো. সাইফ উদ্দিন ও মনি মোহন মন্ডল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। পরে হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সানসিল্ক সৌন্দর্য কথা’ অনুষ্ঠানে পড়শি সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাভিশনের সৌন্দর্য বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সানসিল্ক সৌন্দর্য কথা’। অনুষ্ঠানের এবারের অতিথি দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শি। ‘সানসিল্ক সৌন্দর্য কথা’ আজকের পর্বের পুরোটাই সাজানো হয়েছে কোরবানির ঈদকে সামনে রেখে। তাই অনুষ্ঠানে ফ্যাশন, মেকাপ, খাবার-দাবারসহ নানা বিষয়ে শিল্পী পড়শির সঙ্গে কথা হবে। এই ঈদে পড়শি নিজেকে কোন সাজে সাজাবেন, তাঁর ফ্যাশন ভাবনা এবং তাঁর অন্যান্য ঈদ পরিকল্পনা নিয়ে আড্ডা হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আজ বাংলাভিশনে রাত ৯টায় প্রচার হবে।
×