২১ জানুয়ারী ২০১৮,   ঢাকা, বাংলাদেশ   শেষ আপডেট এই মাত্র  
Login   Register        
ADS

সারিয়াকান্দিতে ধসে গেছে স্কুলের একাংশ


স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঢলের পানি ও বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দতে যমুনা ও বাঙালী নদীর পানি বেড়ে গেছে। ভাঙ্গন শুরু হওয়ায় প্রায় ৮৬ বছরের পুরনো মাছিরপাড়া সরকারী প্রাথমিক স্কুল নদীগর্ভে চলে যাচ্ছে। ইতোমধ্যে ভবনের একাংশ ধসে নদীতে চলে গেছে। বাকি অংশ স্রোতের ধাক্কায় দুলছে। ওই এলাকার দেবডাঙ্গা ঈদগাহ মাঠ থেকে মাছিরপাড়া পর্যন্ত এলাকা সরাসরি হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী জানায়, গত দুই সপ্তাহের ভাঙ্গনে কয়েক পাড়ার বসতভিটা জমি গাছগাছালি নদীগর্ভে চলে গেছে। লোকজন শঙ্কার মধ্যে আছে। এলাকা ছেড়ে শুকনো ভূমিতে আশ্রয় নিচ্ছে। ওই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খাতুন বললেন, ভাঙ্গনের মুখে পড়া স্কুলটির বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বলেছে ভাঙ্গন ঠেকাতে পাউবোকে বলা হয়েছে। ঠেকানো না গেলে বিদ্যালয়ের অন্তত ৮ শতাংশ ভূমি নদীতে চলে যাবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, মাছিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন অন্যত্র সরিয়ে নিতে এবং নতুন করে ভবন নির্মাণের বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে। নদীপাড়ের লোকজন বলছেন, পাউবো কর্তৃপক্ষ দায়সারা কাজ করে। আগে থেকেই ব্যবস্থা নেয় না। বর্ষা এলেই তারা বালি, বস্তা, সিসি ব্লক ফেলার নামে নয়ছয় করে সরকারী অর্থ লোপাট করে। পাউবো কর্তৃপক্ষের কথা- যমুনা ও বাঙালী নদীর পানি বুধবার বিপদসীমার ২৩ সেন্টিমিটার ও ২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙ্গন ঠেকাতে ঠিকাদারদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। বর্তমানে বালির বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চলছে।

মহাসড়কে অটোরিক্সা চলাচল দাবিতে বিক্ষোভ, অবরোধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মহাসড়কে সিএনজিচালিত অটোরিক্সা চলাচলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার অটোরিক্সা শ্রমিকরা ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের ১৬ স্থানে অবস্থান কর্মসূচী পালন করে। একপর্যায়ে তারা কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় ৫ ঘণ্টা মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে। সকালে ঘাটুরা, সুহিলপুর, নন্দনপুর, ঘাটুরা পেট্রোল পাম্প এলাকা বিশ্বরোড, মিরহাটি, সুলতানপুর, রামরাইলসহ অন্তত ১৬টি পয়েন্টে অবরোধ সৃষ্টি করে। মহাসড়কে গাছের গুঁড়িসহ বিভিন্ন জিনিসপত্র রেখে অবরোধ করলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় বিক্ষোভ প্রদর্শন করে। এ নিয়ে শ্রমিকদের দুটি পক্ষের মধ্যেও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনার প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়।

পটিয়ায় জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

গোপন বৈঠক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২ সেপ্টেম্বর ॥ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ উপজেলা জামায়াতের নায়েবে আমির মোজাফফর আহমদকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর সদরের ৪নং ওয়ার্ডের শেয়ানপাড়ার গাজীর বাড়ির বায়তুন নুর জামে মসজিদের দোতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ২৮ আগস্ট আওয়ামী লীগ নেতার বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলাকালে পুলিশ উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম চৌধুরী ফারুক, জামায়াত নেতা নজরুল ইসলাম, মোঃ ইসহাক, জসিম উদ্দিন, নুরুল আলম, হোসেন আহমদ, ইকবাল, মাহমুদুল হক, আলীম চৌধুরীকে আটক করে।