ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে পাটপণ্যের প্রসারে নতুন উদ্যোগ

প্রকাশিত: ০৬:৪২, ৩ সেপ্টেম্বর ২০১৫

ভারতে পাটপণ্যের প্রসারে নতুন উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাটের হস্তশিল্পের সম্ভাবনা প্রচুর। কিন্তু প্রসারে বাধারও অভাব নেই। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, প্রশিক্ষণের অভাবে যেমন পণ্যের বৈচিত্র্য কম, তেমনই মজবুত নয় বিপণন পরিকাঠামোও। এবার সেই খামতি দূর করতে উদ্যোগী হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিপণন-সহ সমস্ত সুযোগ দিতে ‘কমন ফেসিলিটি সেন্টার’ (সিএফসি) বা সাধারণ পরিষেবা কেন্দ্র গড়বে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার কলকাতায় কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার এবং মন্ত্রকের সচিব সঞ্জয় কুমার পন্ডা জানান, আপাতত দেশে পাঁচটি এ রকম কেন্দ্র হবে। যার মধ্যে এ রাজ্যেই হবে তিনটি। ফুলিয়া, দেগঙ্গা এবং মগরায়। বাকি দু’টি অসমের বরাপেটা এবং বিহারের কাটিহারে। ছোট ও মাঝারি শিল্পের জন্য এ রকম সিএফসি বা সাধারণ পরিকাঠামো গড়ার কাজ শুরু হয়েছিল আগেই। একটি সংস্থার পক্ষে যে পরিকঠামো গড়তে বড় অঙ্কের লগ্নি করা চট করে সম্ভব নয়। তাই ওই সব সংস্থাকে নিয়ে ‘গুচ্ছভিত্তিক’ প্রকল্প গড়া হয়। পাটের হস্তশিল্পের ক্ষেত্রেও সেই পথেই হাঁটতে চাইছে বস্ত্র মন্ত্রণালয়। প্রতিটি সিএফসি গড়তে কেন্দ্র খরচ করবে দু’কোটি টাকা। বস্ত্র সচিব জানান, পুরো ব্যয়ই করবে কেন্দ্র। রাজ্য শুধু জমি দেবে। সিএফসির বাড়ি তৈরিতে লাগবে ৫০ লাখ। প্রশিক্ষণে ৬০ লাখ। তার পরে পণ্য উৎপাদনে সহায়তার জন্য আরও ৫০ লাখ এবং সবশেষে বিপণন ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে আরও ৪০ লাখ টাকা। পন্ডার দাবি, আপাতত ১০০০ মহিলাকে মাস তিনেকের প্রশিক্ষণ দেয়া হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের সঙ্গেও এমওইউ স্বাক্ষর করেছে জাতীয় পাট পর্ষদ। হস্তশিল্পের পাশাপাশি পাটের ব্যবহারে বৈচিত্র্য বাড়াতে রেলপথ বা রাস্তা তৈরিতেও তা কাজে লাগানোয় জোর দিচ্ছে বস্ত্র মন্ত্রণালয়। কাজের সুবিধার জন্য পাটসংক্রান্ত চারটি অফিসকে এক ছাদের নিচে আনছে মন্ত্রণালয়। রাজারহাটে এ জন্য হচ্ছে ন’তলা ভবন। এ দিন সেই ভবনের শিলন্যাসও করেন বস্ত্রমন্ত্রী। মন্ত্রণালয়ের কর্তারা জানান, বাড়িটি পরিবেশবান্ধব। গড়তে খরচ ৭০ কোটি টাকা। যে ৪টি অফিস সেখানে থাকবে সেগুলো হলো- জুট কমিশনার, ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারার্স কর্পোরেশন, জুট কর্পোরেশন অব ইন্ডিয়া এবং ন্যাশনাল জুট বোর্ড।
×