ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাইফ পাওয়ারের সঙ্গে আশুগঞ্জ ফার্টিলাইজারের চুক্তি

প্রকাশিত: ০৬:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৫

সাইফ পাওয়ারের সঙ্গে আশুগঞ্জ ফার্টিলাইজারের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ও আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। কোম্পানিটি গত মঙ্গলবার ১ সেপ্টেম্বর এ চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে আরও জানা গেছে, এ চুক্তির আওতায় সাইফ পাওয়ার টেক কোম্পানি আশুগঞ্জ এ্যামোনিয়া প্ল্যান্টের বর্তমান স্টার্ট আপ হিটারের জায়গায় নতুন স্টার্ট আপ হিটার প্রতিস্থাপন এবং চালু করবে। এছাড়া, নকশা প্রণয়ন, সরবরাহ, নির্মাণ ও স্থাপনপূর্বক পরিচালনা কাজ চালুর করার ভিত্তিতে ৪০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৭৭ টাকায় এ চুক্তি হয়েছে। কোম্পানি আশা করছে এ চুক্তির ফলে সাইফ পাওয়ারটেকের মুনাফা ১০ থেকে ১২ শতাংশ বাড়বে। -অর্থনৈতিক রিপোর্টার ঈদ-উল আযহায় পুঁজিবাজার ৫ দিন বন্ধ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পুঁজিবাজারে ৫ দিন লেনদেন বন্ধ থাকবে। আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেনের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের সবধরনের দাফতরিক কার্যক্রমও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ আগস্ট ডিএসইর পরিচালনা পর্ষদের বোর্ড সভায় লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামী ২৮ সেপ্টেম্বর থেকে যথারীতি ডিএসইতে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম শুরু হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×