ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাবেশে বক্তব্য ॥ মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

প্রকাশিত: ০৬:৩৭, ৩ সেপ্টেম্বর ২০১৫

সমাবেশে বক্তব্য ॥ মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে রবিবার বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দেয়া বক্তব্যের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। দেশটির পুলিশ বুধবার এ খবর জানিয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে রবিবার হাজার হাজার লোকের সমাবেশে মাহাথির (৯০) বর্তমান প্রধানমন্ত্রী নাজিবের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান। তার এ আহ্বানে বিক্ষোভকারীদের মধ্যে গতি সঞ্চার হয়। মাহাথির দীর্ঘদিন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি নাজিবের বিরুদ্ধে তাকে সমর্থনের জন্য ক্ষমতাসীন ইউনাইটেড মালয়েশিয়া ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) পার্টির সদস্যদের ঘুষ দেয়ারও অভিযোগ করেন। তিনি বলেন, দুর্নীতির দায় এড়াতে নাজিব ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। জাতীয় পুলিশ প্রধান খালিদ আবুবকর বলেন, বিক্ষোভ সমাবেশে সরকারবিরোধী বক্তব্য দেয়ায় এবং অভিযোগ তোলায় আমরা সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করব। খবর এএফপির। হিলারি কি ই-মেইল কেলেঙ্কারির জট খুলতে সক্ষম হবেন ? এখন পর্যন্ত তিনি হোয়াইট হাউসের দখল ধরে রাখার জন্য ডেমোক্রেটদের সর্বোত্তম আশা। তবে হিলারি ক্লিনটন একটি অপ্রতিহত ই-মেইল কেলেঙ্কারিকে ঝেড়ে ফেলতে ব্যর্থ হয়েছেন, যা তার বিশ্বাসযোগ্যতাকে নিম্নগামী করেছে এবং তার প্রচারাভিযানকে উলটপালট করে দিয়েছে। সোমবার পররাষ্ট্র দফতর সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটি ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্টে এবং তথাকথিত ‘ঘরোয়া’ ব্যক্তিগত সার্ভারে পাঠানো ও গ্রহণ করা আরও ৪ হাজার বার্তা প্রকাশ করেছে। তবে একই সঙ্গে তথ্য প্রকাশ হয়ে পড়েছে যে, প্রায় ১৫০টি বার্তা আগেই সরকারী গোপনীয় বলে চিহ্নিত ছিলÑ তা ডেমোক্রেটিক অগ্রগামী মনোনয়ন প্রার্থী সম্পর্কে সংশয়কেই আরও ঘনীভূত করেছে। হিলারির ই-মেইল কর্মকা- বর্তমানে এফবিআই’র তদন্তাধীন রয়েছে। রিপাবলিকানরা হিলারির আচরণকে লুফে নিয়ে সরকারী গোপন তথ্যের অব্যবস্থাপনার জন্য এর সম্ভাব্য অপরাধমূলক প্রকৃতির ওপর জোর দিয়েছেন। ফ্লোরিডার সাবেক গবর্নর ও রিপাবলিকান দলীয় সম্ভাবনাময় প্রেসিডেন্ট পদপ্রার্থী জেব বুশ মঙ্গলবার ফক্স নিউজকে বলেছেন, ‘নিশ্চিতভাবেই তিনি একটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন।’ -ওয়েবসাইট বন্দীকে নিয়ে জুতোর দোকানে আদালতে শুনানি শেষে বিচারাধীন বন্দীকে দোকানে জুতো কিনতে নিয়ে যাওয়ার দায়ে ভারতের দিল্লীর ছয় পুলিশ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দিল্লীর সশস্ত্র পুলিশ বাহিনীর ষষ্ঠ ব্যাটালিয়নের সদস্য ছিলেন তারা। দিল্লীর বিভিন্ন জেল থেকে বন্দীদের আদালতে, দিল্লীর বাইরে ও হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব এই ব্যাটালিয়নের। -ওয়েবসাইট গুগলের নতুন লোগো গত মাসে কোম্পানিতে বড়সড় রদবদলের পর লোগো পরিবর্তন করল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। গুগলের নতুন পেরেন্ট কোম্পানির লোগোর সঙ্গে মিল রেখে করা হয়েছে নতুন লোগো। একটি এ্যানিমেটেড ডুডলের মাধ্যমে পুরনো লোগোটি মুছে নতুন লোগো ফুটে ওঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। গুগলের নতুন লোগোতে চারটি রং ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘জি’ অক্ষরটিকে ফুটিয়ে তোলা হয়েছে নীল রঙে। ১৯৯৯ সালের পর গুগলের লোগোতে এই প্রথম বড় ধরনের পরিবর্তন এলো। -জি নিউজ
×