ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরো বাছাই ফুটবল

ইতালির জয়ে ফেরার লড়াই

প্রকাশিত: ০৬:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৫

ইতালির জয়ে ফেরার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচে ড্র করা ইতালি ইউরো বাছাই ফুটবলে জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামার অপেক্ষায়। আজ রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মাল্টা। ঘরের মাঠ স্টাডিও আরটেমিওতে খেলবে জিয়ানলুইজি বুফনের দল। জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে হল্যান্ডও। ‘এ’ গ্রুপের ম্যাচে বিশ্বকাপের তিনবারের রানার্সআপদের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই গ্রুপের অপর দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র-কাজাখস্তান ও তুরস্ক-লাটভিয়া। বর্তমানে এই গ্রুপে চমক দেখিয়ে সবার শীর্ষে অবস্থান করছে আইসল্যান্ড। ৬ ম্যাচে ৫ জয়ের তাদের ভা-ারে জমা সর্বোচ্চ ১৫ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেক প্রজাতন্ত্র। ১০ পয়েন্ট নিয়ে তিনে হল্যান্ড। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি স্বাভাবিকভাবেই কঠিন হতে চলেছে ডাচ্দের জন্য। দলটির নতুন অধিনায়ক আরিয়েন রোবেনের জন্যও চ্যালেঞ্জ। ‘এইচ’ গ্রুপে ইতালি দুই নম্বরে থাকলেও শেষ দুই ম্যাচে ড্র করেছে তারা। এ কারণে মাল্টার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না আজ্জুরিরা। বুলগেরিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে আসার পর ক্রোয়েশিয়া থেকেও ১-১ গোলে ড্র করে আসে ইতালি। গত ১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে। দর্শকশূন্য গ্যালারিতে সাবেক চ্যাম্পিয়নদের রুখে দেয় ক্রোয়েটরা। বাছাইপর্বের শুরুর দিকে দুটি ম্যাচে সমর্থকদের বাজে আচরণের জন্য শাস্তি হিসেবে ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয় স্বাগতিক ক্রোয়েশিয়াকে। ওই ম্যাচে শুরুতেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু মারিও মানদুকিচের নেয়া দুর্বল পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলপোস্টের অতন্ত্রপ্রহরী বুফন। এরপর ইতালির ফরোয়ার্ড এল সারাইয়ের গোল অফসাইডের অজুহাতে বাতিল করে দেন রেফারি। টিভি রিপ্লেতে অবশ্য এটিকে গোল বলেই মনে করেন ফুটবলবোদ্ধারা। আর এ বিষয়টি নিয়ে ইতালির ছয় খেলোয়াড় সহকারী রেফারির সঙ্গে কথা বলছিলেন। সেই ফাঁকে বল নিয়ে আক্রমণে যায় ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা। তাতে ১১ মিনিটে ইভান রাকিটিচের নিচু ক্রস থেকে গোলও করে ফেলেন মাদুুকিচ। এরপর ব্যবধান দ্বিগুণ করার অসাধারণ সুযোগ নষ্ট করেন ক্রোয়েশিয়ার ইভিকা ওলিচ। আর মানদুকিচ সুযোগ করে দেন ইতালিকে ম্যাচে ফেরার। আন্দ্রে পিরলোর একটি ক্রস বক্সের মধ্যে হাত দিয়ে থামান তিনি। ফলে ৩৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতালিকে সমতায় ফেরান এ্যান্তোনিও কান্দ্রেভা। প্রথমার্ধের শুরুর দিকে ইতালিকে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডানিয়েল সুবাসিচ। ইতালির ফরোয়ার্ড গ্রাৎসিয়ানো পেল্লের একটি প্রচেষ্টা অসাধারণভাবে সেভ করেন তিনি।
×