ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

প্রকাশিত: ০৫:২৮, ৩ সেপ্টেম্বর ২০১৫

৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ  করা রিট  খারিজ

স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। জাকির হোসেনের করা ওই রিট আবেদনের ওপর তিনদিন শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আদেশের পর রিটকারী আইনজীবী বলেছেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপীল করবে। এর আগে ৩০ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের আলোচিত ৫৭ ও ৮৬ ধারা বাতিল চেয়ে এক আইনজীবীর করা রিট আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট। বর্তমানে একই ধারা নিয়ে মঙ্গলবার আরেকটি রিটে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রিটের বিবাদীদের এ রুলের জবাব দিতে বলেছে আদালত। অন্যদিকে বাংলাদেশ কম্পোট্রোলার ও অডিটর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সঙ্গে, পরীক্ষা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দ্বিতীয় রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ প্রদান করেছে। আদালতে আবেদনকারীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তাদের সঙ্গে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান।
×